Logo
Logo
×

রাজনীতি

চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন আ স ম রব

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ মে ২০২৫, ১১:২৬ এএম

চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন আ স ম রব

ছবি: সংগৃহীত

চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব। আজ সকাল ৯টা ৫০ মিনিটে  ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-২১৭ যোগে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশে রওনা করেছেন।

ব্যাংক সফরে আ স ম আবদুর রবের সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী জেএসডির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব এবং ব্যক্তিগত সরকারি সাইফুল ইসলাম।

জানা যায়, আ স ম আবদুর রব দীর্ঘদিন যাবৎ অসুস্থ। তিনি ডায়াবেটিস, পারকিনসন, ইউরোলজি, হার্টের সমস্যায় ভুগছেন। অসুস্থতার কারণে দলীয় প্রোগ্রামসহ কোনো সভা সমাবেশে প্রায় অনেকদিন অংশ নিতে পারছেন না।

এই অবস্থায় ব্যাংককের একটি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষাসহ চিকিৎসা নেওয়ার কথা রয়েছে বলে নিশ্চিত করেছেন আ স ম রবের ব্যক্তিগত সহকারী সাইফুল ইসলাম। চিকিৎসা শেষ করে আগামী ১৫ জুন তার দেশে ফেরার কথা রয়েছে।

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক ডাকসু ভিপি ও সাবেক মন্ত্রী আ স ম আবদুর রবের সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

আ স ম রব চিকিৎসা থাইল্যান্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম