প্রকাশ্যে গুলি করে হত্যা মেনে নেওয়া যায় না: আমিনুল হক
মিরপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৬ মে ২০২৫, ১০:৩০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
শুলশান থানা বিএনপির যুগ্ম আহবায়ক কামরুল আহসান সাধন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক। পাশাপাশি অবিলম্বে দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তির দাবি জানান তিনি।
সোমবার বিকালে মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে আন্তঃথানা ফুটবল টূর্নামেন্টের উদ্বোধন এবং বিকালে মিরপুরের পল্লবীতে নিজ নির্বাচনী আসনের সাধারণ মানুষের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ ও সকালে মিরপুর উদয়ন স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এ সময় আমিনুল হক বলেন, ৫ আগস্টের পর স্বৈরাচার মুক্ত বাংলাদেশে এ ধরনের হত্যাকাণ্ড আশানুরূপ নয়; আমরা এই বর্বর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। বিএনপি নেতাকে এভাবে প্রকাশ্যে গুলি করে হত্যা করবে- এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
দুর্বৃত্ত যেই হোক না কেন আইনের আওতায় এনে তার বিচার করতে হবে উল্লেখ করে তিনি বলেন, আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করছি এবং দ্রুত সময়ে দুর্বৃত্তদের আইনের আওতায় এনে উপযুক্ত বিচার করার জোর দাবি করছি। তবে আমরা ইতোমধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি- তারা হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত রয়েছে? তার প্রেক্ষাপট কী? পেছনে কী ঘটনা রয়েছে? আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মকভাবে চেষ্টা করছে।
এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহবায়ক এসএম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, আকতার হোসেন, আতাউর রহমান চেয়ারম্যান, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, আফাজ উদ্দিন, হাজী মো. ইউসুফ, মো. শাহ আলম, মাহাবুব আলম মন্টু, মহানগর সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, মহানগর সদস্য আলী আকবর আলী, সাজ্জাদ হোসেন মোল্লা, শামীম পারভেজ, নরুল হক ভূইয়া নূরু, হাজী নাসির উদ্দীন, হাফিজুল হাসান শুভ্র, এমএস আহমাদ আলী, তাসলিমা রিতা, পল্লবী থানা বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হোসাইন খান সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ আলী গাজী, পল্লবী থানা যুবদলের সভাপতি নূর সালাম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, পল্লবী থানা ৩নং ওয়ার্ড বিএনপি সভাপতি নজরুল ইসলাম নজু উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন- মোহাম্মদপুর থানা বিএনপি আহবায়ক শুক্কুর মাহমুদ, যুগ্ম আহবায়ক মীর মো. কামাল হোসেন, ৩৪নং ওয়ার্ড বিএনপি সভাপতি মাসুম খান রাজেশ, সাধারণ সম্পাদক ওসমান রেজা, ৩৩নং ওয়ার্ড বিএনপি সিনিয়র সহসভাপতি ওসমান গনি সেন্টু, আদাবর থানা বিএনপি যুগ্ম আহবায়ক কামাল হোসেন সরকার, গুলশান থানা বিএনপি যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ, জাসাস পল্লবী থানা সভাপতি জাহাঙ্গীর আলম বাবু, তুরাগ থানা বিএনপি যুগ্ম আহবায়ক রিপন হাসান খন্দকার, থানা বিএনপি আহবায়ক সদস্য আব্দুল আলী প্রমুখ।
