Logo
Logo
×

রাজনীতি

চট্টগ্রামে নারীর ওপর হামলাকারীর বিচার চান ঢাবি শিবির সভাপতি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ মে ২০২৫, ১২:৪৫ পিএম

চট্টগ্রামে নারীর ওপর হামলাকারীর বিচার চান ঢাবি শিবির সভাপতি

ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ। ছবি: সংগৃহীত

কথিত মানবতাবিরোধী অপরাধের দণ্ড থেকে খালাসপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতে বুধবার গণতান্ত্রিক ছাত্রজোট ও শাহবাগবিরোধী ঐক্যের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ সংঘর্ষের সময় গণতান্ত্রিক ছাত্রজোটের এক নারীর ওপর হামলার অভিযোগ উঠেছে শাহবাগবিরোধীদের বিরুদ্ধে।

নারীর ওপর এ হামলাকারীর বিচার চেয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ।

বুধবার (২৮ মে) দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এ বিচার দাবি করেন তিনি।

ফেসবুক পোস্টে এস এম ফরহাদ লেখেন, চট্টগ্রামে নারীর ওপর আক্রমণকারীকে অতি দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। জুলাই পরবর্তী এই বাংলাদেশে অগণতান্ত্রিক কোনো আচরণ মেনে নেওয়া হবে না।

উল্লেখ্য, বুধবার (২৮ মে) বিকালে দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির প্রতিবাদ গণতান্ত্রিক ছাত্রজোট একটি মানববন্ধনের আয়োজন করেন। এ মানববন্ধনে হামলার ঘটনা ঘটে। এতে ছাত্রজোটের অন্তত ৮ থেকে ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন নারী রয়েছেন, যাদের একজনকে লাথি মারার একটি ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম