Logo
Logo
×

রাজনীতি

গণতন্ত্রের সঙ্গে প্রতারণার দায়ে জাতীয় পার্টিকে বিচারের আওতায় আনতে হবে: আখতার

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৫, ০৩:০৪ এএম

গণতন্ত্রের সঙ্গে প্রতারণার দায়ে জাতীয় পার্টিকে বিচারের আওতায় আনতে হবে: আখতার

জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন। ফাইল ছবি

জাতীয় পার্টিকে ‘গণতন্ত্রের সঙ্গে দীর্ঘ প্রতারণা’ করার অভিযোগে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন।

বৃহস্পতিবার এক দলীয় সভায় তিনি বলেন, জাতীয় পার্টি দীর্ঘদিন ধরে ‘ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার জন্য গৃহপালিত বিরোধী দলের’ ভূমিকা পালন করে এসেছে।

এনসিপির এই নেতা বলেন, ‘প্রতারণার সঙ্গে বাংলাদেশের জনগণ আর সম্পর্ক রাখবে না। আমরা লক্ষ্য করছি, জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে’।

জাতীয় পার্টির ভূমিকাকে কেন্দ্র করে তিনি বলেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম যেভাবে প্রশ্নবিদ্ধ ও নিষিদ্ধ করা হচ্ছে, ঠিক তেমনি পাতানো নির্বাচনে প্রতারণামূলক অংশগ্রহণ করে গণতন্ত্রকে ধ্বংস করায় জাতীয় পার্টিকেও বিচারের আওতায় আনতে হবে।’

জাতীয় পার্টির প্রতি অনুশোচনার অভাবের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, তারা আজও জাতির কাছে দুঃখপ্রকাশ করেনি। তাদের ভেতরে ন্যূনতম অনুশোচনাবোধ নেই।

তিনি স্পষ্টভাবে বলেন, ‘যারা স্বেচ্ছায় এখনো জাতির কাছে ক্ষমাপ্রার্থনা করে নাই, তাদেরকে বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক করে তোলার কোনো মানে হয় না। জাতীয় পার্টি হোক বা আওয়ামী লীগ—গণতন্ত্র ধ্বংসের দায়ে সবাইকেই জনগণের সামনে জবাবদিহির আওতায় আনতে হবে।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম