Logo
Logo
×

রাজনীতি

৩০০ আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করছে মামুনুল হকের দল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ জুন ২০২৫, ০৯:৪৭ পিএম

৩০০ আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করছে মামুনুল হকের দল

আগামী জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে ৩০০ আসনে প্রার্থীর তালিকা চূড়ান্ত করছে বাংলাদেশ খেলাফত মজলিস। আগামী ২১ জুনের মধ্যে এই তালিকার কাজ শেষ করবে দলটি। 

রোববার বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে সাংগঠনিক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। 

সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রিকশা প্রতীকে নির্বাচন করতে আগ্রহী সম্ভাব্য প্রার্থীদের সাংগঠনিক প্রস্তুতি, মাঠপর্যায়ের কার্যক্রম ও জনপ্রিয়তা নিয়ে পর্যালোচনা করা হয়। 

সভায় সিদ্ধান্ত হয়, ২১ জুনের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস ৩০০ আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করবে। একাধিক প্রার্থীর ক্ষেত্রে দলীয় মনোনয়ন পাবেন তারাই, যারা জনপ্রিয়তা, সাংগঠনিক গ্রহণযোগ্যতা এবং ময়দানি তৎপরতায় এগিয়ে থাকবেন।

দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে হবে। সেই নির্বাচন কারচুপি, পেশিশক্তি ও কালো টাকার প্রভাবমুক্ত হতে হবে। 

তিনি বলেন, জনগণ আর কোনো ২০১৪, ২০১৮ বা ২০২৪ সালের মতো প্রহসনের নির্বাচন দেখতে চায় না। এমনকি ১/১১-এর মতো অস্বাভাবিক পরিস্থিতিও গ্রহণযোগ্য নয়। 

বৈঠকে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন-যুগ্ম-মহাসচিব মুফতি শরাফত হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মূসা, মাওলানা আবুল হাসনাত জালালী, মাওলানা মুহাম্মাদ ফয়সাল, মাওলানা আবু সাঈদ নোমান, মাওলানা নেয়ামতুল্লাহ, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূইয়া, অফিস সম্পাদক মাওলানা রুহুল আমীন খান প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম