Logo
Logo
×

রাজনীতি

ছাত্র জোটের কর্মসূচিতে নারীকে লাথি

সেই জামায়াত কর্মী আকাশ গ্রেফতার

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০১ জুন ২০২৫, ১১:০৪ পিএম

সেই জামায়াত কর্মী আকাশ গ্রেফতার

গ্রেফতার হওয়ার পর জামায়াত কর্মী আকাশ/সংগৃহীত

চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিতে নারীকে লাথি মেরে বহিষ্কৃত জামায়াতে ইসলামীর কর্মী আকাশ চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকালে নগরের কোতোয়ালি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

৫ আগস্টের পট পরিবর্তনের পর ভিন্নমতের কর্মীদের ওপর একের পর এক হামলা, প্রকাশ্য রাজপথে নারীকে লাথি মেরে হেনস্তা, রাস্তা থেকে যুবককে তুলে নেওয়াসহ বহু অপকর্মে জড়িত জামায়াত কর্মী আকাশ রীতিমতো ভাইরাল হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানান, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে রোববার দুপুরে অভিযান চালিয়ে আকাশ চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। দ্রুত বিচার আইনের মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।

সাতকানিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নেচার উদ্দিন আহমেদ চৌধুরীর ছেলে আকাশ চৌধুরীর আসল নাম এসএম ছিবগাত উল্লাহ চৌধুরী। ২৮ মে গণতান্ত্রিক ছাত্র জোটের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় করা মামলার আসামি তিনি। এদিন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির প্রতিবাদে গণতান্ত্রিক ছাত্র জোট চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে। এ কর্মসূচিতে ‘এন্টি শাহবাগী মুভমেন্টের’ ব্যানারে দল-বল নিয়ে এসে আকাশ চৌধুরীর নেতৃত্বে হামলা করে শিবির। ওই ঘটনায় ছাত্র জোটের ১৫ নেতাকর্মী রক্তাক্ত হন। এর মধ্যে আকাশ চৌধুরী নিজেই ধাওয়া করে আন্দোলনরত কয়েকজন নারী নেত্রীকে একের পর এক লাথি মেরে রাস্তায় ফেলে দেন। এ হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এ ঘটনার পর আকাশ চৌধুরীকে নিজেদের কর্মী স্বীকার করে শনিবার তাকে সংগঠন থেকে বহিষ্কার করে চট্টগ্রাম মহানগর জামায়াত।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম