‘জুলাই শহীদদের মানুষ আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে’
পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: ০৭ জুন ২০২৫, ০৪:২৩ পিএম
ছবি : যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
জুলাই শহীদদের মানুষ আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান। শনিবার সকালে ঘোড়াশাল পৌর ঈদগাঁহ মাঠে ঈদের নামাজ আদায় শেষে তিনি এ কথা বলেন।
মঈন খান বলেন, ‘কারবালা জিহাদ করতে গিয়ে অনেকেই শহীদ হয়েছেন। মুশরিক, ব্রিটিশ ও ইহদি এ ত্রিমুখী শক্তির মোকাবিলা করেছিলেন মুজাহিদেরা। তারা জিহাদ ও ত্যাগ যে চেতনা সৃষ্টি করে গেছেন তা কেয়ামত পর্যন্ত মুমিনদের জন্য অনুপ্রেরণার স্মারক হয়ে থাকবে। ঠিক একইভাবে গণতন্ত্র ফিরিয়ে আনতে ফ্যাসিস্ট শেখ হাসিনার কবল থেকে দেশকে বাঁচাতে যেভাবে নিজের বুকের তাজা রক্ত দিয়ে শাহাদাত হয়েছেন তাদের বাংলার মানুষ আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’
তিনি আরও বলেন, ‘জুলাই-অগাস্টের শহীদেরা বাংলাদেশের ইতিহাসে এক নতুন চেতনার দৃষ্টান্ত করেছে। দেশের মানুষের জন্য উজ্জীবনা সৃষ্টি করে গেছেন। তাদের বাংলার মানুষ আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।’
বিএনপির এ নেতা আরও বলেন, ‘পবিত্র ঈদুল আজহার এ দিনে আমরা যেভাবে পশু কুরবানি দিয়ে ত্যাগের মহিমায় নিজেদের উজ্জীবিত করি। ঠিক একইভাবে এ ত্যাগ থেকে শিক্ষা নিয়ে ও জুলাই-আগস্টে নিহত শহীদদের আত্মত্যাগের কথা স্বরণে রেখে দেশে সততা এবং ন্যায় প্রতিষ্ঠার রাজনীতি করতে হবে। আমাদের মনে রাখতে হবে, ন্যায় ও সততা ব্যতীত পৃথিবীর কোনো দেশ উপরে উঠতে পারে না।’
শেখ হাসিনার কথা টেনে তিনি বলেন, ‘যারা অন্যায়-অপরাধ করার পরিকল্পনা করছেন এবং যারা অন্যায়কারী রয়েছেন তাদের ফ্যাসিস্ট হাসিনার পতন থেকে শিক্ষা নেওয়া উচিত। তিনি শুধু ক্ষমতা ছাড়তে বাধ্য হননি, একমাত্র বোনকে নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন। অপরাধীদের এভাবেই পালাতে হয়। অপরাধী বা স্বৈরশাসক যতই ক্ষমতাধর হোক তাদের পতন নিশ্চিত।’
এদিকে, ঈদের নামাজ শেষে জুলাই-আগস্টে নিহত সকল শহীদদের স্বরণে গরু কুরবানি দেন মঈন খান। সামর্থ্য অনুযায়ী জুলাই-আগস্টে নিহত শহীদদের স্বরণে পশু কুরবানি দেওয়ার জন্য বিএনপির নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।
