কুরবানির আত্মদান থেকে আমাদের শিক্ষা নিতে হবে: ড. মঈন খান
পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: ০৭ জুন ২০২৫, ০৪:৫৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেন, হযরত ইব্রাহিম (আ:) এর সময়ে বহু বছর আগে তার জীবনের সবচেয়ে প্রিয় জিনিসটিকে মহান আল্লাহর কাছে আত্মদান করতে বলা হয়েছে। সেখান থেকেও আমাদের শিক্ষা নিতে হবে।
শনিবার সকাল ৮টায় নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করতে এসে তিনি এসব কথা বলেন।
ড. আব্দুল মঈন খান বলেন, আমাদের প্রতিবেশী, ভাই বন্ধু তারা যদি কষ্টে থাকে তাহলে ঈদের আনন্দ উদযাপন সম্পূর্ণ হবে না। ইসলামের শিক্ষা হলো- আমরা একে অপরে আনন্দকে ভাগ করে নেব, অংশীদার হবো এবং একে অপরের কষ্টটাকেও ঠিক একই ভাবে ভাগ করে নেব। ইসলামের এই যে শিক্ষা, ভাতৃত্ববোধ, সাম্যের শিক্ষা তা আমাদের মেনে চলতে হবে।
তিনি আরও বলেন, অর্থ, বিত্ত-বৈভব, প্রিয়জন মানুষের জীবনে সবকিছু নয় এই শিক্ষা ইসলাম আমাদের দিয়েছে। আমরা ঘোড়াশাল-পলাশে আগেও দৃষ্টান্ত স্থাপন করেছি আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা একে অপরের ভাই হিসেবে এখানে শান্তিতে বসবাস করি। কিন্তু পাশাপাশি এটাও মনে রাখতে হবে অন্যায়কে আমরা প্রশ্রয় দিব না, সহ্য করব না, কোনো ধরনের দুর্নীতিকে আমরা সহ্য করব না। এখানে আইনের যে শাসন সেটা প্রতিষ্ঠিত হতে হবে, শান্তির জীবন যাপনের পদ্ধতি ও শান্তির সমাজ ব্যবস্থা সেটাকে আমরা সঠিকভাবে প্রতিষ্ঠিত করব। তাই আসুন- ইসলাম আমাদের যে শিক্ষা দিয়েছে সেই শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা সত্যিকার মানুষ হিসেবে একে অপরের সঙ্গে সুন্দরভাবে বসবাস করি।
এ সময় আরও উপস্থিত ছিলেন- পলাশ উপজেলা নির্বাহী অফিসার মো. আবু বকর সিদ্দিকী, উপজেলা বিএনপির সভাপতি এম সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পাপন, যুগ্ম আহ্বায়ক মিয়া মোহাম্মদ সজিব, সিনিয়র যুগ্ম আহবায়ক সাফিকুল ইসলাম খান প্রমুখ।
