Logo
Logo
×

রাজনীতি

রিজভীর বক্তব্য শেয়ার করে যা বললেন সারজিস

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৫, ১০:২৫ পিএম

রিজভীর বক্তব্য শেয়ার করে যা বললেন সারজিস

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ফাইল ছবি

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তার এক বক্তব্যে বলেছেন, ‘ভারত কখনোই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সদ্ভাব বজায় রাখতে চায় না।’ সেই বক্তব্যের একটি ফটোকার্ড শেয়ার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

রোববার সন্ধ্যায় তিনি এ ফটোকার্ড শেয়ার করেন। রিজভীর বক্তব্য শেয়ার করে সারজিস আলম লিখেছেন, ‘দেশের স্বার্থে যেকোনো যৌক্তিক বক্তব্যে আমাদের পূর্ণ সমর্থন থাকবে।’

সম্প্রতি রিজভী তার এক বক্তব্যে বলেন, ‘ভারত কখনোই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সদ্ভাব বজায় রাখতে চায় না। বাংলাদেশকে অস্থিতিশীল করতে তারা পরিকল্পিতভাবে পুশ-ইনসহ নানা পদক্ষেপ নিচ্ছে। পণ্য পরিবহণে নিষেধাজ্ঞা, সীমান্ত হত্যা ও জেলেদের সঙ্গে দুর্ব্যবহার—সব কিছুই এরই অংশ।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম