Logo
Logo
×

সারাদেশ

‘অনির্বাচিত ব্যক্তিদের কাছে দেশ নিরাপদ নয়’

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ১০ জুন ২০২৫, ১১:১৫ এএম

‘অনির্বাচিত ব্যক্তিদের কাছে দেশ নিরাপদ নয়’

ছবি : যুগান্তর

অনির্বাচিত ব্যক্তিদের কাছে দেশ ও জাতি নিরাপদ নয় বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। তিনি বলেছেন, ‘জনগণের ক্ষমতা জনগণের কাছে হস্তান্তর করতে হবে। অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকলে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের পাশাপাশি অস্থিতিশীল পরিস্থিতির তৈরি হয়।’

নরসিংদীর সদর উপজেলার চিনিশপুরে অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, ‘ফ্যাসিস্ট ও তাদের দোষররা বাংলাদেশ থেকে ৩০ লাখ কোটি টাকা পাচার করেছেন। সেই টাকা দিয়ে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন।’

তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা থেকে শুরু করে অন্যান্য উপদেষ্টার মধ্যে সমন্বয়ের অভাব দেখা যাচ্ছে। তাদের কথাবার্তাও অসঙ্গতি পরিলক্ষিত হচ্ছে। তাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নেই। তাই দেশে লেজে গোবরে অবস্থার সৃষ্টি হচ্ছে। ফলে দেশের আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে। বিদেশি বিনিয়োগ হচ্ছে না।’

নির্বাচন প্রসঙ্গ টেনে বিএনপির এ নেতা বলেন, ‘দু-একটি দলকে আগামী দিনে ভালো অবস্থানে নেওয়ার জন্য তিনি (প্রধান উপদেষ্টা) চিন্তা করলে এ সরকার নিরপেক্ষতা হারাবেন। তাই আমাদের আহ্বান অন্তর্বর্তীকালীন সরকার যেন জনগণের পালস বুঝবেন। কারণ, আমরা চাই না আস্থার সংকটের কারণে জনগণ আবার রাস্তায় নামুক।’

তিনি বলেন, ‘৯০-এর স্বৈরশাসক পতনের পর অত্যন্ত চ্যালেঞ্জের মধ্যেও কিন্তু তিন মাসের মধ্যে নির্বাচন হয়েছিল। ওই সময় সুন্দর একটি নির্বাচন হয়েছিল। সেই নির্বাচন নিয়ে দেশি-বিদেশি কেউ কোনো মন্তব্য করেনি। ৫ আগস্টের পর ১০ মাস চলে গেল, সরকার এখনো নির্বাচনের সুনিদিষ্ট রোডম্যাপ ও দিন তারিখ ঠিক করতে পারেনি। তাই সরকারের প্রতি জনগণের আস্থার সংকট তৈরি হচ্ছে। সরকারের নিরপেক্ষতা নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম