Logo
Logo
×

রাজনীতি

ভারতে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ছাত্রশিবিরের শোক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ জুন ২০২৫, ০৪:৪২ এএম

ভারতে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ছাত্রশিবিরের শোক

ফাইল ছবি

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

বিবৃতিতে উল্লেখ করা হয়, বিভিন্ন সরকারি সূত্রে আমরা জানতে পেরেছি, বৃহস্পতিবার দুপুর ১টা ৩৮ মিনিটে আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান উড্ডয়নের কিছুক্ষণ পরই নিয়ন্ত্রণ হারিয়ে বিপর্যস্তভাবে বিধ্বস্ত হয়। বিমানটি আহমেদাবাদের বিখ্যাত বিএজে মেডিকেল কলেজ ও হাসপাতালের হোস্টেল ভবনে আঘাত হানে।

বিমানটিতে ২৩০ জন যাত্রী ও ১২ জন ক্রু সদস্যসহ মোট ২৪২ জন আরোহী ছিলেন। বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্যমতে, দুর্ঘটনায় প্রায় সবাই নিহত হয়েছেন। হোস্টেল ভবনে অবস্থানরত ৫০ জনের বেশি শিক্ষার্থীও দুর্ঘটনায় আহত হয়েছেন। এখন পর্যন্ত ২০৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে। তবে একটি সূত্রে জানা গেছে, এক ব্রিটিশ-ভারতীয় যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এ হৃদয়বিদারক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করছে এবং নিহতদের পরিবার ও মেডিকেল কলেজের শিক্ষার্থীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম