Logo
Logo
×

রাজনীতি

বৈঠক শেষে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বললেন আমির খসরু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ জুন ২০২৫, ০৬:২৫ পিএম

বৈঠক শেষে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বললেন আমির খসরু

বৈঠক শেষে লন্ডনের পার্ক লেন হোটেলে যৌথ সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার বাংলাদেশ সময় বেলা পৌনে ৪টার দিকে বৈঠক শেষে পার্ক লেনের হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি সব বিষয়েই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথা হয়েছে বলে জানিয়েছেন আমির খসরু।

বিএনপির এই নেতা বলেন, আমরা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সামনের দিকে এগোচ্ছি। আমরা চাই কাজটা ঐক্যবদ্ধভাবে করি। শুধু নির্বাচনের আগে নয়, পরেও আমরা যে প্রত্যয় নিয়ে একসঙ্গে হয়েছি সেটি সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।

সংস্কার নিয়ে যে দীর্ঘ আলোচনা হচ্ছে এ বিষয়ে তারেক রহমানের প্রতিক্রিয়া নিয়ে তিনি বলেন, বিষয়টি পরিষ্কার। যেসব বিষয়ে ঐকমত্য হবে সেসবে সংস্কার হবে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। বিষয়টি এমন নয় যে সব সংস্কার এখনই শেষ হয়ে যাবে। নির্বাচনের পরেও সংস্কার অব্যাহত থাকবে। সংস্কারের প্রয়োজনীয়তা আমরা মনে করছি। তাই এটি অব্যাহত থাকবে।

তারেক রহমান কবে দেশে ফিরবেন এ বিষয়ে তিনি বলেন, তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই তিনি যখন খুশি দেশে ফিরতে পারেন। সময়মতো তিনি এ সিদ্ধান্ত নেবেন।

এনসিপি নির্বাচন কমিশনের সংস্কার ছাড়া নির্বাচনে যাবে না বলে ঘোষণা করেছে। এ বিষয়ে বৈঠকে আলোচনা হওয়ার কোনো সুযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি।

নির্বাচনের একটি সঠিক তারিখ নির্ধারণে সমস্যা কোথায় এমন প্রশ্নের জবাবে ড. খলিল বলেন, এর কোনো সমস্যাই নেই। আমরা কোনো সমস্যা দেখছি না। কেউ যদি দেখে তাহলে ভুল দেখছেন। নির্বাচন কমিশন শিগগিরই তারিখ ঘোষণা করবে।

এ সময় উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রেস সচিব শফিকুল আলম। 

ঘটনাপ্রবাহ: ড. ইউনূস-তারেক রহমানের বৈঠক


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম