Logo
Logo
×

রাজনীতি

‘দুর্নীতি আর বিএনপি একসঙ্গে চলবে না’

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুন ২০২৫, ০৮:২৬ পিএম

‘দুর্নীতি আর বিএনপি একসঙ্গে চলবে না’

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ বলেছেন, তারেক রহমান যখন নেতৃত্ব দেবেন তখন জগাখিচুরির নেতৃত্ব আর বাংলাদেশে চলবে না। যার যা কাজ তাকে তাই করতে হবে। অনধিকার চর্চা তারেক রহমান বরদাস্ত করবেন না। 

তারেক রহমানের পরিষ্কার বক্তব্য-দুর্নীতি আর বিএনপি একসঙ্গে চলবে না। ইতোমধ্যে দুর্নীতি, অনৈতিকতার সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে ৮-১০ হাজার নেতাকর্মীকে আমাদের নেতা তারেক রহমান দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছেন। তিনি বলেছেন, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো।

বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ জেলা কৃষক দলের সঙ্গে ঈদ পরবর্তী মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। শহরের শায়েস্তানগরে বিএনপি কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, বাংলাদেশের কৃষক যদি বাঁচে তবে বাংলাদেশ বাঁচবে। সে সম্প্রদায়ের নেতৃত্ব দিচ্ছেন জাতীয়তাবাদী কৃষক দল। আমাদের দল ক্ষমতায় গেলে কৃষকদের জন্য রাষ্ট্রের অসংখ্য বরাদ্দ, অনুপ্রেরণা থাকবে। 

তাদের কাছে এসব পৌঁছে দেওয়া কৃষক দলের দায়িত্ব। যারা মনে করবেন দামি জুতা, দামি কাপড় পড়েছেন কৃষকের কাছে যাবেন কি করে তারা দয়া করে কৃষক দল ছেড়ে দেন। কৃষক দল করতে গেলে কৃষকের কাছে যেতে হবে। 

ধানের দাম কখন কত, ধানের চারা কখন কোথায় পাওয়া যায় জানতে হবে। কোন ধান কত দিনে কাটতে হবে তা জানতে হবে। আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি হলো কৃষি। অতএব কৃষকদের রক্ষা করতে হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম