Logo
Logo
×

রাজনীতি

প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর চায় এবি পার্টি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ জুন ২০২৫, ১০:৪৭ পিএম

প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর চায় এবি পার্টি

সাম্য, সামাজিক সুবিচার,  মানবিক মর্যাদা এবং গণতন্ত্র- এই চারটি উপাদানকে রাষ্ট্রের মূলনীতি করার দাবি এবি পার্টির। রোববার প্রেস বিজ্ঞপ্তি এমন দাবি জানায় দলটি।

ঐকমত্য কমিশনের বৈঠক শেষে এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আবদুল হক বলেছেন, রাজনৈতিক দলগুলোকে নিয়ে ঐকমত্য কমিশন ব্যাপক আলোচনা করছেন, ২য় দফার আলোচনায় আজকে চতুর্থ দিন চলছে। কর্তৃত্ববাদী শাসন কাঠামো আর যাতে ফিরে আসতে না পারে সেই জন্য বাংলাদেশে একজন ব্যক্তি যাতে যে কোন ফরম্যাটে জীবদ্দশায় ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী হতে না পারেন সেই জায়গাতে ২-৩টি দল বাদ দিয়ে অধিকাংশ দল এই ঐকমত্য পোষণ করেছেন। তবে আশাকরি বাকি ২-৩টি দলও একমত পোষণ করবেন।

আজ আলোচ্যসূচিতে তিনটি বিষয় ছিল- প্রধানমন্ত্রীর মেয়াদকাল, সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি এবং সংসদীয় নির্বাচনী আসনের সীমানা। আজকে পর্যন্ত প্রধানমন্ত্রীর মেয়াদকাল এবং সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি নিয়ে আলোচনা হয়েছে, সংসদীয় নির্বাচনী আসনের সীমানা নিয়ে মায়ের স্বল্পতার কারণে আলোচনা সম্ভব হয়নি।  

সংবিধান ও রাষ্ট্রের মূলনীতিতে আমরা এবি পার্টির পক্ষ থেকে সাম্য, সামাজিক সুবিচার, মানবিক মর্যাদা এবং গণতন্ত্র- এই চারটি উপাদানকে বাংলাদেশ নামক রাষ্ট্রের এবং সংবিধানের মূলনীতি হিসেবে গ্রহণ করার জন্য বলেছি। এটি আগের চারটি মূলনীতিতে প্রতিস্থাপিত অথবা সংবিধান সংশোধন করে যোগ করা যেতে পারে।  

ব্যারিস্টার সানী আরও বলেন, আমরা কমিশনকে জোর দিয়ে বলেছি যে, ২৪-এর গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বার্থে প্রয়োজনীয় সংস্কারগুলো সফল করতে হবে, এক্ষেত্রে সব রাজনীতির দলগুলোকে একটু ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে এগোতে হবে। 

এবি পার্টির প্রতিনিধি দলে পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ নেতৃত্ব দেন। উক্ত প্রতিনিধি দলে আরও ছিলেন- যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি এবং সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম