Logo
Logo
×

রাজনীতি

কতজন শহীদ ১০ মাস পার হয়ে গেলেও আমরা জানি না: মাহদী আমিন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ জুন ২০২৫, ০৬:০৫ পিএম

কতজন শহীদ ১০ মাস পার হয়ে গেলেও আমরা জানি না: মাহদী আমিন

মাহদী আমিন। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, এটা অত্যন্ত দুঃখজনক যে ১০ মাস পার হয়ে গেলেও এখনো আমরা নিশ্চিতভাবে জানি না—কতজন মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে শহীদ হয়েছেন, বা কতজন গুম হয়েছেন। এ তালিকাটি নির্মোহভাবে তৈরি করা জরুরি ছিল এবং রাষ্ট্রের উচিত ছিল প্রত্যেক পরিবারের পাশে দাঁড়ানো।

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বুধবার (২৫ জুন) মায়ের ডাক এবং মানবাধিকার উন্নয়ন কেন্দ্র আয়োজিত ‘নির্যাতনের শিকারদের সহায়তা, বিচার ও ক্ষতিপূরণ’ নিয়ে জাতীয় সেমিনারে তিনি এ কথা বলেন। 

মাহদী আমিন বলেন, আমরা আশা করি, যদি এ অন্তর্বর্তী সরকার সেটা করতে না-ও পারে, ভবিষ্যতে ইনশাআল্লাহ বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসলে সেটা নিশ্চিতভাবে করবে—এটা আমাদের প্রতিশ্রুতি। প্রত্যেক শহীদ ও গুম হওয়া পরিবারের পাশে আমরা থাকব, তদন্ত করব, আর ভবিষ্যতে বাংলাদেশে যেন কখনো ‘আয়নাঘর’ না হয়—সেই নিশ্চয়তা দেব।

সভায় গুম এবং নির্যাতনের শিকার হওয়া অনেক পরিবারের সদস্যরা তাদের সঙ্গে ঘটে যাওয়া নির্মমতার বিবরণ তুলে ধরেন। এছাড়া সেমিনারে বক্তব্য রাখেন মায়ের ডাকের সমন্বয়কারী সানজিদা ইসলাম তুলি, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম