Logo
Logo
×

রাজনীতি

এনসিপি নেত্রীর পোস্ট

‘জাইমার পাশে আছি, সত্যের পাশে দাঁড়ানোই ন্যায়বোধের আসল পরীক্ষা’

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৫, ০৬:৫১ পিএম

‘জাইমার পাশে আছি, সত্যের পাশে দাঁড়ানোই ন্যায়বোধের আসল পরীক্ষা’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। বুধবার তার একটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নীলা ইসরাফিল। ছবির উপরে লিখেছেন, জাইমার পাশে আছি—কারণ সত্যের পাশে দাঁড়ানোই ন্যায়বোধের আসল পরীক্ষা।

ব্যারিস্টার জাইমা রহমানকে ঘিরে যে মিথ্যা ও কুরুচিপূর্ণ প্রচার চালানো হচ্ছে, তা শুধু ব্যক্তিগত আঘাত নয়—সমাজের মূল্যবোধের ওপরও এক নির্মম আক্রমণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নীলা ইসরাফিল

ফেসবুক পোস্টে তিনি আরও লিখেছেন, একজন নারী যখন নিজ আলোয় এগিয়ে যান, কিছু চোখ তখন সত্য মেনে নিতে পারে না।

আরও পড়ুন: সাবেক সিইসি নুরুল হুদাকে জুতার মালা পরাল জনতা (ভিডিও)

ব্যারিস্টার জাইমা রহমানকে ঘিরে যে মিথ্যা ও কুরুচিপূর্ণ প্রচার চালানো হচ্ছে, তা শুধু ব্যক্তিগত আঘাত নয়—সমাজের মূল্যবোধের ওপরও এক নির্মম আক্রমণ বলে জানিয়েছে তিনি।


নীলা ইসরাফিল আরও লিখেছেন, একজন শিক্ষিত, সম্মানিত নারীর চরিত্র হরণে যে অসৎ প্রচেষ্টা চালানো হয়েছে, তা আমরা ঘৃণা করি। জাইমার পাশে আছি কারণ সত্যের পাশে দাঁড়ানোই ন্যায়বোধের আসল পরীক্ষা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম