Logo
Logo
×

অন্যান্য

ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক

প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে ঐকমত্যের সম্ভাবনা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ জুন ২০২৫, ০৬:৫৮ পিএম

প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে ঐকমত্যের সম্ভাবনা

দ্বিতীয় ধাপের ষষ্ঠ দিনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক চলছে জাতীয় ঐকমত্য কমিশনের। বৈঠকে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশগ্রহণ করেছেন। মধ্যাহ্নবিরতির আগপর্যন্ত বৈঠকে রাষ্ট্রের মূলনীতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়নি। তবে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে ঐকমত্যের সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

বুধবার দুপুরে মধ্যাহ্নবিরতিতে সাংবাদিকদের এ কথা জানান সাকি। 

জোনায়েদ সাকি জানান, রাষ্ট্রের মূলনীতি নিয়ে এখনো ঐকমত্য হয়নি। সংবিধানের মূলনীতিতে কী কী অবশ্যই উল্লেখ থাকতে হবে, সে বিষয়ে আলোচনা হয়েছে। সাম্য, মানবিক মর্যাদা, সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা, সম্প্রীতি ও পক্ষপাতহীনতা- এই পাঁচ বিষয়কে সমর্থন করেছেন তারা।

তিনি বলেন, ভবিষ্যতে অন্তত এই পাঁচ বিষয় সংবিধানে থাকতে হবে- এই রকম একটি ঐকমত্যে পৌঁছানোর বিষয়ে তিনি আশাবাদী।

বৈঠকে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে আলোচনা শুরু হয়েছে জানিয়ে জোনায়েদ সাকি বলেন, একজন প্রধানমন্ত্রী কত বছর দায়িত্ব পালন করতে পারবেন- সে বিষয়ে একটা প্রস্তাব ছিল ১০ বছরের। এ বিষয়ে একটা ঐকমত্য তৈরির জায়গা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম