Logo
Logo
×

রাজনীতি

সরকার পরিচালনায় প্রবাসীদের অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ জুন ২০২৫, ১১:৩১ এএম

সরকার পরিচালনায় প্রবাসীদের অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান

সরকার পরিচালনায় প্রবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজে’র (ভিএফজিবি)। এ দাবির সঙ্গে একাত্মতা জানিয়েছেন দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলের নেতারা। 

প্রবাসী পেশাজীবীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বৃহস্পতিবার (১৯ জুন) সমাপনী সভায় উপস্থিত ছিলেন- বিএনপি, জামায়াত, এনসিপি, এবি পার্টি, হেফাজতে ইসলাম ও গণধিকার পরিষদের নেতারা। দেড় কোটি প্রবাসীকে এনআইডি তথা প্রদান তথা ভোটাধিকার নিশ্চিত করার মধ্য দিয়ে দেশের মূল ধারায় দেশের সঙ্গে তাদের বৈষম্যের অবসান ঘটবে পাশাপাশি তাদেরই একাত্মতা রেমিটেন্স এর প্রবাহ বাড়াতে পারে কয়েকগুণ।

প্রবাসী পেশাজীবীদের লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক এই সংগঠনের তিন দিনব্যাপী ঢাকা রেসিডেন্সিয়াল অনুষ্ঠিত হয় প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে।

ভিএফজিবি’র সভাপতি ড. হাসানাত হোসাইন এমবিই সভাপতিত্ব করেন ও সংগঠনের নির্বাহী পরিচালক সারাফত হোসেন বাবু অনুষ্ঠান পরিচালনা করেন।

আলোচকরা উল্লেখ করেন, গত ৫৪ বছরে মেধার যে বহিঃপ্রবাহ হয়েছে তাকে দেশে ফিরিয়ে আনতে না পারলে আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারবো না। তাই এনআইডি প্রদান কিংবা ভোটাধিকার একটা সুযোগ তৈরি করবে। প্রবাসীরা দেশের কর্মসংস্থান স্বাস্থ্যসেবা নাগরিক সেবা না নেওয়ার ফলে তাদের প্রতি দেশ ও সরকারের দায়িত্ব স্বাভাবিকের চেয়ে বেশি। সেই ক্ষেত্রে তাদের পরিচয় পত্র কিংবা ভোটাধিকারের মতো অধিকার থেকে তাদের বঞ্চনার অবসান জরুরি। ড. ইউনূসের প্রথম ১০০ দিনের ভাষণে আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটের ব্যবস্থার যে অঙ্গীকার করা হয়েছে তা, এখন নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। 

প্রবাসী পেশাজীবী নেতারা আইটি উপদেষ্টা ফায়েজ তাইয়েব’এর কার্যক্রম ও সাফল্যে প্রশংসা করে বলেন, তিনি দেশের বাইরে নাগরিক সেবা কেন্দ্র সমূহ ছড়িয়ে দিতে কার্যকর ভূমিকা রাখবেন বলে তারা আশা প্রকাশ করেন। 

অনুষ্ঠানে জাতীয় রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, গণধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর ও সেক্রেটারি রাশেদ খান, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও মুখ্য সমন্ময়ক সার্জিস আলম,জ্যেষ্ঠ যুগ্ম সদস্যচিব ডা. তাহমিন জারা, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের। অন্যান্যের মধ্যে যুক্তরাজ্য, দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া, গ্রীস দুবাই ও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভিএফজিবি'র পেশাজীবী প্রতিনিধিরা সভায় অংশ নেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম