Logo
Logo
×

রাজনীতি

প্রত্যেক বিভাগে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন করতে হবে: আখতার হোসেন

Icon

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ১০:৫৮ পিএম

প্রত্যেক বিভাগে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন করতে হবে: আখতার হোসেন

এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন করতে হবে।

শুক্রবার (৪ জুলাই) বিকালে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে এনসিপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, আমাদের উত্তরবঙ্গের মানুষকে বিচার পাওয়ার জন্য সেই দূরে ঢাকার হাইকোর্টে যেতে হয়। যখন বিভাগে বিভাগে হাইকোর্টের বেঞ্চ পাবে, তখন তাদের উপকার হবে এবং সহজে ন্যায়বিচার পাবে।

তিনি বলেন, বাংলাদেশে নতুন বন্দোবস্তের ধারণা নিয়ে, নতুন বন্দোবস্তের লড়াই নিয়ে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আত্মপ্রকাশ হয়েছে, বাংলাদেশে মৌলিক সংস্কার বাস্তবায়ন করে, বাংলাদেশকে গণতান্ত্রিক রূপান্তরের পথে আরও একধাপ এগিয়ে নিতে এনসিপির যাত্রাকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। এনসিপির এই যাত্রাপথে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। 

সমাবেশে আরও বক্তব্য দেন- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, এনসিপি নেতা ডা. আব্দুল আহাদ, এনসিপি নেতা রফিকুল ইসলাম কনক, আব্দুল মুনীম, যুগ্ম মুখ্য সংগঠক আসাদুল্লাহ গালিব, শ্রমিক উইং নেতা আকিব উদ্দিন ও যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা প্রমুখ।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন- দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনীম জারা, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, দিনাজপুরের সমন্বয়ক একরামুল হক আবিরসহ অন্যরা।

এর আগে দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ ময়দান থেকে পদযাত্রা শুরু করে এনসিপির কেন্দ্রীয় নেতারা। তারা দিনাজপুর শহরের কাছারি মোড়, রেলওয়ে স্টেশন চত্বর, বাহাদুরবাজার, লিলিমোড়, জেলরোড সড়কে মিছিল ও গণসংযোগ করে দিনাজপুর ইনস্টিটিউটের সমাবেশ উপস্থিত হন। এ সময় এনসিপির দিনাজপুর জেলা ও বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম