জাতীয় পার্টির মহাসচিবের পদ থেকে সরানো হলো চুন্নুকে
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ০৬:৫১ পিএম
মুজিবুল হক চুন্নু। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দিয়ে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে জাতীয় পার্টির মহাসচিব নিয়োগ দিয়েছেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
তিনি জিএম কাদেরের আস্থাভাজন বলে পরিচিত।
সোমবার জাতীয় পার্টির দপ্তর সম্পাদক সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ আদেশ ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।
আরও পড়ুন: সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা
এতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি প্রদান করেছেন। সেই শূন্য পদে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে মহাসচিব নিয়োগ প্রদান করেছেন।
মসিউর রহমান রাঙ্গাকে বহিষ্কার করে ২০২২ সালের সেপ্টেম্বরে মুজিবুল হক চুন্নুকে মহাসচিব করেছিলেন জিএম কাদের।
অব্যাহতি পাওয়ার পর মুজিবুল হক চুন্নুর প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
