Logo
Logo
×

রাজনীতি

দেশে গণতন্ত্র কীভাবে ফিরবে জানালেন আফরোজা আব্বাস

Icon

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০২:৩৯ পিএম

দেশে গণতন্ত্র কীভাবে ফিরবে জানালেন আফরোজা আব্বাস

ছবি : যুগান্তর

দেশে গণতন্ত্র কীভাবে ফিরবে তা জানিয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভানেত্রী আফরোজা আব্বাস। তার মতে, জনগণ যদি নিজের ভোট নিজে দিতে পারে তাহলে দেশে গণতন্ত্র ফিরে আসবে। এর মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা পাবে।

আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠে উপজেলা মহিলা দল ও বিএনপি আয়োজিত জনসভা এবং নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে এসে মঙ্গলবার সকালে আখাউড়ায় এসে যুগান্তরকে তিনি এসব কথা বলেন।

আফরোজা আব্বাস বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রতি কোনো সংশয় থাকবে না। রাষ্ট্রের মালিক হলো জনগণ, সুতরাং জনগণের পছন্দে আগামীর সরকার নির্বাচিত হলে তবেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরবেন এ প্রশ্নের জবাবে আফরোজা আব্বাস বলেন, ‘সময় হলেই তারেক রহমান দেশে আসবেন। তখন সবাই দেখতে পাবেন।’

এর আগে মঙ্গলবার সকালে আফরোজা আব্বাস দলীয় নেতাকর্মীদের নিয়ে ঢাকা থেকে আন্তঃনগর মহানগর প্রভাতি ট্রেনযোগে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছান। উপজেলা জাতীয়তাবাদী বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম