Logo
Logo
×

রাজনীতি

জাতীয় পার্টিকে ভাঙতে দেওয়া হবে না: ব্যারিস্টার আনিসুল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ০২:১৯ এএম

জাতীয় পার্টিকে ভাঙতে দেওয়া হবে না: ব্যারিস্টার আনিসুল

জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, জিএম কাদের একজন কর্তৃত্ববাদী। তিনি কারও পরামর্শ গ্রহণ করেন না। নিজের ইচ্ছেমতো দল পরিচালনা করেন।

তিনি জিএম কাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, কাউন্সিল দেন। তখন দেখব আপনি কত ভোট পান, আর আপনার বিপরীতে যে দাঁড়াবে সে কত ভোট পায়। দলের ভেতর আপনার (জিএম কাদের) স্বৈরতন্ত্রের বিরুদ্ধে সবাই একমত। কিন্তু দল থেকে বহিষ্কারের ভয়ে অনেকে মুখ খুলেন না।

বৃহস্পতিবার রাজধানীর গুলশানে আয়োজিত জাতীয় পার্টির একাত্মা প্রকাশ অনুষ্ঠানে ব্যারিস্টার আনিসুল ইসলাম এসব কথা বলেন। প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা ও কুমিল্লার সাবেক সংসদ-সদস্য অধ্যাপক নুরুল ইসলাম মিলনের নেতৃত্বে দলটির প্রায় তিন শতাধিক নেতাকর্মী এতে অংশ নেন।

আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, মুজিবুল হক চুন্নু, সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, শফিকুল ইসলাম সেন্টু, এ টি ইউ এম তাজ রহমান, নাজমা আক্তার, মোস্তফা আল মাহমুদ, জহিরুল ইসলাম জহির, আরিফুর রহমান খান, মাসরুর মওলা ও জসীম উদ্দীন ভ‚ঁইয়া।

আনিসুল ইসলাম মাহমুদ বলেন, বর্তমান নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় পার্টির বিরাট সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনা কাজে লাগিয়ে আমরা দলকে ঐক্যবদ্ধ করছি। কোনোভাবেই জাতীয় পার্টিকে ভাঙতে দেওয়া হবে না। তিনি বলেন, অনেক কষ্ট করে এই পার্টি করেছি, এই পার্টি যেন মুসলিম লীগ, জাসদের মতো হয়ে না যায়। সেজন্য জাতীয় পার্টিকে বড় করার চেষ্টা করছি। আমি নিশ্চিতভাবে বলতে পারি, জাতীয় পার্টি ভাঙবে না, আরও বৃহৎ হবে।

এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, বাংলাদেশে একটি জাতীয় পার্টি থাকবে। দুইটা জাতীয় পার্টি থাকবে না। কোনো সিন্ডিকেটের কাছে জাতীয় পার্টি বন্দি থাকবে না। জাতীয় পার্টি হবে তৃণমূলের নেতাকর্মীদের।

মুজিবুল হক চুন্নু বলেন, জিএম কাদের অসাংগঠনিক, অগণতান্ত্রিক ও বেআইনিভাবে আমাদের ১১ জনকে অব্যাহতি দিয়েছেন। এই অব্যাহতি আমরা মানি না। আমরা আগামী কাউন্সিল পর্যন্ত নিজ নিজ পদে বহাল আছি। জিএম কাদের এককভাবে তার স্ত্রীকে নিয়ে সিন্ডিকেট করে দল চালাতে চান, কিন্তু আমরা যারা এ পার্টির প্রতিষ্ঠাতা, তারা কোনোভাবে জাতীয় পার্টিকে ভাঙতে দেব না, ছোট হতে দেব না, কোনো সিন্ডিকেটের কাছে জাতীয় পার্টিকে তুলে দিতে পারি না।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম