২১ জুলাই ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন চত্বরে পেশাজীবীদের আলোচনাসভা
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১১:৪৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
আগামী ২১ জুলাই ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে আহূত আলোচনা সভা ও শহীদ পেশাজীবী পরিবারের সম্মাননা অনুষ্ঠান সফল করার লক্ষ্যে রোববার (১৩ জুলাই) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব কাদের গনি চৌধুরীর সঞ্চালনায় সভায় অন্যদের মধ্য উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ, ডা. ফরহাদ হালিম ডোনার, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া , ব্যারিস্টার কায়সার কামাল, প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলাম, প্রফেসর ড. মোর্শেদ হাসান খান, আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল, সৈয়দ আলমগীর এবিএ, সৈয়দ আবদাল আহমেদ, প্রফেসর শামসুল আলম সেলিম, জাকির হোসেন, রফিকুল ইসলাম, সাংবাদিক খুরশীদ আলম, আমিরুল ইসলাম কাগজী, রাশেদুল হক, ডা: রফিকুল ইসলাম লাবু, ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম, ইঞ্জিনিয়ার তানভীরুল হাসান তমাল, ইঞ্জিনিয়ার ফখরুল আলম, ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান চুন্নু, কৃষিবিদ শফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোহাম্মদ হানিফ, ইঞ্জিনিয়ার সাখাওয়াত, বিপ্লবুজ্জামান বিপ্লব, হাফিজুর রহমান, কামরুজ্জামান কল্লোল,তানভীরুল আলম, আমিনুল বারি কানন,দবির উদ্দিন খান তুষার প্রমুখ।
