ড্যাবের মতবিনিময় সভায় নেতারা
ফ্যাসিস্টদের ঘোলা পানিতে মাছ শিকার করতে দেওয়া হবে না
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১২:৫৮ এএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে একটি চিহ্নিত গোষ্ঠী দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ফায়দা হাসিলের চেষ্টা করছে। সামাজিক মাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বিরূপ প্রচারণা চালাচ্ছে। বিশেষ করে আওয়ামী ফ্যাসিস্ট শক্তির প্রেতাত্মারা নানা ছলচাতুরী করে আবারও জাতীয়তাবাদী শক্তিকে কোণঠাসা করতে চাইছে। কিন্তু ঐক্যবদ্ধ জাতীয়তাবাদী চিকিৎসক সমাজ তা সফল হতে দেবে না। চিহ্নিত এই ফ্যাসিস্ট অপশক্তির ‘ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা’ রুখে দেওয়া হবে।
রোববার রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মিলনায়তনে ডক্টর এসোসিয়শেন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত এক মতনিবিনয় সভায় চিকিৎসক নেতরা এমন হুঁশিয়ারি দেন। আসন্ন ড্যাব নির্বাচন উপলক্ষে শহীদ সোহরাওয়ারর্দী হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, জাতীয় কিডনি ইনস্টিটিউট ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের জাতীয়তাবাদী আদর্শের চিকিৎসক-শিক্ষকরা সভার আয়োজন করে।
মতবিনিময় সভায় নেতৃবৃন্দরা বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। ৩১ দফা বাস্তবায়নে ড্যাব অগ্রগামী সংগঠন হিসেবে আরও ভূমিকা রাখবে। ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয় অর্জনে ড্যাব ঐক্যবদ্ধভাবে পাশে থাকবে।
নেতারা আরও বলেন, ড্যাব নির্বাচন শুধু একটি সংগঠনের নেতৃত্ব নির্ধারণের নির্বাচন নয়, এটি চিকিৎসক সমাজের ন্যায়বিচার, গণতন্ত্র ও অস্তিত্ব রক্ষার সংগ্রাম। ড্যাব চিকিৎসকদের অধিকার, সংগঠনের কাঠামোগত দুর্বলতা, ভোটার তালিকায় বৈষম্য ও কর্মপরিবেশ ফেরাতেও কাজ করবে।
সভায় সভাপতিত্ব করেন ড্যাবের সাবেক সহ-সভাপতি ডা. বি গণি ভূঁইয়া। প্রধান অতিথি ছিলেন বিএনপির পরিবার কল্যাণ বিষয়ক সহ-সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল কবির লাবু। সভা সঞ্চালনা করেন ডা. একরামুল রেজা টিপু ও ডা. শাহরিয়ার মো. কবির হোসেন পল্লব। সভায় স্বাগত বক্তব্য দেন এনআইসিভিডি, নিকডু, এনআইএমএইচ শাখা ড্যাবের কোষাধ্যক্ষ ডা. মো. ওয়াসিম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এনএনএম শাখা ড্যাবের সহ-সভাপতি ডা. নুরুন্নবী শাহ, ড্যাবের সাবেক যুগ্ম মহাসচিব ডা. সাইফ উদ্দিন নিসার আহমেদ তুষান, সাবেক যুগ্ম মহাসচিব ডা. তৌহিদ উল ইসলাম জন, ঢাকা জেলা ড্যাবের সাবেক সভাপতি ডা. এবিএম ছফিউল্লাহ, এনএনএম শাখা ড্যাবের সাধারণ সম্পাদক ডা. আবু হেনা মোস্তফা কামাল, সাবেক যুগ্ম মহাসচিব ড. হারুন উর রশীদ খান রাকিব, ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ডা. এসএম আতিকুর রহমান, অধ্যাপক ডা. আবুল হাসান, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবির, ড্যাবের সাবেক সহ দপ্তর সম্পাদক ডা. আশরাফুল আলম খান, ড্যাব মহাখালী ডিজি হেলথ কমপ্লেক্স শাখার সদস্য সচিব ডা. মাহবুব আরেফীন রঞ্জু, সাবেক পরিবেশ ও জলবায়ু সম্পাদক ডা. গাজী শাহিনুল ইসলাম, ডা. আহমেদ মঞ্জুরুল আজীজ ইমন, ডা. জোবায়ের মিয়া, ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ডা. মাহমুদুর রহমান নোমান, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ডা. সাজ্জাদুর রহমান, ড্যাবের সাবেক কার্যকরী পরিষদের সদস্য ডা. মো. জাভেদ হোসেন, ডা. রোকনুজ্জামান রুবেল, ডা. সাইফুল ইসলাম সাইফ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ডা. আসাদুল মজিদ হেলালি নোমান, ডা. সজীব মো. রায়হান, রাজশাহী মেডিকেল কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি ডা. মাহমুদুল হাসান রাজু, ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ডা. বেলাল হোসেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল, ডা. খন্দকার শোয়াইব হোসেন, বেগম খালেদা জিয়া মেডিকেল কলেজ ছাত্র দলের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. তৌহিদুল ইসলাম সৈকত প্রমুখ।
