সোমবার দুপুরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রংপুরে পল্লিনিবাসে তার সমাধির পাশে আয়োজিত স্মরণসভা। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক বিরোধী দলীয় নেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, দেশে সংস্কারের নামে সার্কাস চলছে। সোমবার দুপুরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রংপুরে পল্লিনিবাসে তার সমাধির পাশে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জিএম কাদের বর্তমান সরকারের সংস্কারের নামে নানা বিষয় উল্লেখ করে বলেন, সংস্কার ও বিচার একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। বিচার এখন না হোক ১০ বছর পরও হবে। বিচারের জন্য আপনি ৫০ বছর অপেক্ষা করতে পারেন না। দেশের অনেক জ্ঞানী গুণী সংস্কারের কথা বলছেন বলে আমি মনে করি না। এ সরকারের সংস্কার কেউ গ্রহণ করছে না। নারী সংস্কার, এনবিআর সংস্কার, মিডিয়ার সংস্কার কেউ গ্রহণ করেনি। আমরা চাই, একটি ভালো নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার দেশ চালাবে।
জুলাই আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, জুলাই আন্দোলনে সংসদে কথা বলেছিলাম। আমরা শিক্ষার্থীদের সঙ্গে ছিলাম। রংপুরে জাতীয় পার্টির দুইজন মারা গেছেন। কয়েকজন জেল খেটেছেন। আমাদের নেতাকর্মীদের নামে হত্যা মামলা হয়েছে। আমাদের মেয়রকে হেনস্থা করা হয়েছে, ভয় দেখানো হয়েছে।
হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে পার্টির কো-চেয়ারম্যান ও রসিকের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য এসএম ইয়াসির, কেন্দ্রীয় নেতা আজমল হোসেন লেবু, আব্দুর রাজ্জাকসহ জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এর আগে এরশাদের মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত ও শ্রদ্ধা জ্ঞাপন করেন নেতারা। উল্লেখ্য, এরশাদ ২০১৯ সালের ১৪ জুলাই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃত্যুবরণ করেন।
