Logo
Logo
×

রাজনীতি

জিয়া পরিবারকে কালিমা লেপনকারীদের ইতিহাস ক্ষমা করবে না: শামসুজ্জামান দুদু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ০১:০২ এএম

জিয়া পরিবারকে কালিমা লেপনকারীদের ইতিহাস ক্ষমা করবে না: শামসুজ্জামান দুদু

ছবি: সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, যারা জিয়া পরিবারের বিরুদ্ধে বিষোদগার ও কালিমা লেপন করবে ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না। তিনি বলেন, দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে যারা মিথ্যাচার করছে, তারা ভুলে গেছে তার বাবার হাতেই এই দেশ গড়ে উঠেছে। 

বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অথিতির বক্তবে তিনি এ কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি, মিথ্যাচার, অপপ্রচারের প্রতিবাদ এবং দেশে সম্প্রতি ঘটে যাওয়া পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ সমাবেশ হয়। ড্যাবের বাংলাদেশ শিশু হাসপাতাল শাখা, মহাখালী ডিজি হেলথ কমপ্লেক্স, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, জাতীয় কিডনি ইনস্টিটিউট, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও ড্যাব ঢাকা মহানগর উত্তর শাখা সমাবেশের আয়োজন করে।

সমাবেশে শামসুজ্জামান দুদু আরও বলেন, ৯ জুলাই পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় একজন ব্যবসায়ীকে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। দুদিন পর ১১ জুলাই ঘটনার ভিডিও প্রকাশ পেয়েছে। এর পেছনে একটা অসৎ উদ্দেশ্য আছে। একইভাবে ১১ জুলাই খুলনায় যুবদল নেতা মোল্লা মাহবুবকে গুলি করে ও রগ কেটে হত্যা করা হয়েছে। রগ কারা কাটে এ ব্যপারে বাংলাদেশের মানুষ জানে। এসব ঘটনার প্রতিবাদে চিকিৎসকদের এই সমাবেশ। চিকিৎসকরা আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির জন্য রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন। এটি প্রমাণ করে, এখনো বিবেক জাগ্রত আছে।

ঢাকা জেলা ড্যাবের সাবেক সভাপতি ডা. এবিএম ছফিউল্লাহর সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন ড্যাবের সাবেক যুগ্ম মহাসচিব ডা. সাইফ উদ্দিন নিসার আহমেদ তুষান এবং ড্যাবের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সাবেক সদস্য ডা. মো. জাভেদ হোসেন।

সমাবেশে বিএনপির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক অধ্যাপক রফিকুল কবির লাবু বলেন, চিকিৎসকেরা পেশাজীবী হলেও তারা নাগরিক সমাজের সবচেয়ে শিক্ষিত ও বিবেকবান অংশ। তারেক রহমানের সম্মান রক্ষায় আজ তারা রাজপথে নেমে এসেছেন।

ড্যাব মহাখালী ডিজি হেলথ কমপ্লেক্স শাখার সদস্য সচিব ডা. মাহবুব আরেফীন রঞ্জু বলেন, শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের কারণে যারা রাজনীতি করার সুযোগ পেয়েছিলেন, খালেদা জিয়ার বদান্যতায় মন্ত্রী হয়ে গাড়িতে পতাকা উড়াতে পেরেছিলেন তারাই আজ জিয়াউর রহমান ও তারেক রহমানকে কটূক্তি করার সাহস দেখায়। বিএনপি দেশের জনগণকে সঙ্গে নিয়ে এসব রাজনৈতিক মোনাফেকদেরকে কঠোরভাবে দমন করবে।

ড্যাব এনএনএম শাখার সাবেক যুগ্ম মহাসচিব ডা. হারুন উর রশীদ খান রাকিব বলেন, একজন নেতা যখন পরিকল্পিতভাবে অবমাননার শিকার হন, তখন যারা বিবেকবান, তারা প্রতিবাদ করবেই। 

বাংলাদেশ শিশু হাসপাতাল শাখার সাবেক যুগ্ম মহাসচিব ডা. তৌহিদ উল ইসলাম জন বলেন, স্বাধীনতার পর বাংলাদেশে অনেক ষড়যন্ত্র হয়েছে, কিন্তু এতটা পরিকল্পিত ষড়যন্ত্র আর কখনো হয়নি। তার প্রতিবাদে আজ আমরা এক হয়েছি।

সভায় আরও বক্তব্য রাখেন ড্যাবের সাবেক সহ সভাপতি ডা. বজলুল গণি ভূঁইয়া, সাবেক সহ-সভাপতি অধ্যাপক শরিফুল ইসলাম বাহার, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল শাখা ড্যাবের সাবেক সভাপতি ডা. মো. খায়রুল ইসলাম, সাবেক সহ-সভাপতি ডা. এহতেশামুল হক তুহিন, শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ডা. এমএ কামাল, এনএনএম শাখার কোষাধ্যক্ষ ডা. মো. ওয়াসীম, ঢাকা মহানগর ড্যাবের সাবেক সদস্য সচিব ডা. সামিউল আলম সুহান, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবির, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম