Logo
Logo
×

রাজনীতি

ফ্যাসিস্ট সরকার ফেরাউনকেও হার মানিয়েছে

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ০৮:৪৬ পিএম

ফ্যাসিস্ট সরকার ফেরাউনকেও হার মানিয়েছে

ছবি: যুগান্তর

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফেনী-২ আসনের সাবেক এমপি অধ্যাপক জয়নাল আবদীন ভিপি বলেছেন, ফ্যাসিস্ট সরকার ১৬ বছর এ দেশের মানুষের ওপর অন্যায়, নিপীড়ন, হত্যা, গুম এমন কোনো হীন কাজ নেই যা করেনি। গণতন্ত্রের লেবাসে ভয়ঙ্কর বর্বর স্বৈরশাসক ছিল, যে শাসক ফেরাউনকেও হার মানিয়েছে।

শুক্রবার বিকালে ফেনী জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবার সভায় এ বক্তব্য রাখেন।

জয়নাল আবদীন বলেন, এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদের অনেকে মামলা খেয়েছে, গুম হয়েছে মারা গিয়েছে। সর্বশেষ বৈষম্যবিরোধী আন্দোলনে তারা নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছে। তাদের অন্যায়ের প্রতিবাদে রাস্তায় নেমে আন্দোলন করেছেন ছাত্র-জনতা।

তিনি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নেতাকর্মীরা শহীদ ও আহতদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। শহীদদের আমরা চিরদিন স্মরণীয় করে রাখব। তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব।

ফেনী জেলা বিএনপির আহবায়ক বাহারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন মজুমদার, যুগ্ম আহবায়ক গাজী হাবিব উল্লাহ মানিক, আনোয়ার পাটোয়ারী, নাসির উদ্দীন খন্দকার, জুয়েল, বরাত প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম