Logo
Logo
×

রাজনীতি

মাঠে বসে বাংলাদেশের খেলা দেখলেন মির্জা ফখরুল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ০৯:২০ পিএম

মাঠে বসে বাংলাদেশের খেলা দেখলেন মির্জা ফখরুল

মাঠে বসে বাংলাদেশের খেলা দেখলেন মির্জা ফখরুল। ছবি: সংগৃহীত

মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এই ম্যাচ দেখতে মাঠে হাজির হয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

টস হেরে ম্যাচে শুরুতে ব্যাটিং করে পাকিস্তান। দলটির ইনিংস শেষ হওয়ার আগেই মিরপুর ছাড়েন মির্জা ফখরুল।


এদিন ছেলেকে নিয়ে মাঠে হাজির হয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমও।

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দেখতে মাঠে দর্শকের ঢল নেমেছে। বিশেষ করে স্টেডিয়ামের ইস্টার্ন গ্যালারি, আবু সাঈদ স্ট্যান্ড এবং ক্লাব হাউজ কানায় কানায় পূর্ণ হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম