Logo
Logo
×

রাজনীতি

হিন্দুস্তানের পুশইন এবং সীমান্ত হত্যা বন্ধ করতে হবে: জাগপা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ১০:৩৮ পিএম

হিন্দুস্তানের পুশইন এবং সীমান্ত হত্যা বন্ধ করতে হবে: জাগপা

মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বগুড়া এবং জামালপুরে গণসংযোগ ও পথসভা করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। 

বগুড়ায় জাগপার প্রেসিডিয়াম সদস্য শামীম আখতার পাইলট বলেছেন, প্রতিবেশী বদলানো যায় না কিন্তু প্রতিবেশীকে মনে রাখতে হবে তারা আমাদের প্রতিবেশী, প্রভু নয়। খুনি হাসিনাকে আশ্রয় দিয়ে তাদের মন ভরে নাই, সীমান্তে প্রতিদিন অবৈধ্য পুশইন করে হিন্দুস্তান আমার দেশের পরিবেশ পরিস্থিতি ঘোলাটে করার পরিকল্পনা করেছে। পুশইন করতে হলে খুনি হাসিনা এবং তার দোসরদের পুশইন করুন। দেশের মানুষ গণহত্যার বিচার দেখতে চায়। হিন্দুস্তানের পুশইন বন্ধ করতে হবে। 

জামালপুরে জাগপার প্রকাশনা বিষয়ক সম্পাদক এসএম জিয়াউল আনোয়ার বলেন, বাংলাদেশে এখন হিন্দুস্তানের সেবাদাস ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার নাই।  আগস্ট মাসের ৫ তারিখ শেখ হাসিনা, আওয়ামী লীগের সঙ্গে হিন্দুস্তানেরও বাংলাদেশ থেকে পতন হয়েছে। ষড়যন্ত্র করে লাভ হবে না, বাংলাদেশে মানুষ আওয়ামী লীগ এবং হিন্দুস্তান প্রশ্নে একতাবদ্ধ আছে। হিন্দুস্তানের সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। 

বগুড়ার সাতমাথা, পতেহ আলী বাজার, থানা মোড় এলাকায় গণসংযোগ শেষে পথসভায় আরও বক্তব্য রাখেন জাগপার কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক শামসুল হক আকন্দ, যুব জাগপার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, জেলা জাগপার নেতা দৌলতজ্জামান মানিক, আব্দুর রহমান বাদশা, মাহবুবুর রহমান রঞ্জু, জেলা যুব জাগপার নেতা সৈকত আহম্মেদ মিলন, মাসুদ রানা, শামীম আক্তার, জেলা জাগপা ছাত্রলীগ নেতা মেহেদী হাসান, জেলা শ্রমিক জাগপার নেতা শাহীনুর ইসলাম শাহীন প্রমুখ। 

জামালপুরের সকাল বাজার রোড, বড় মসজিদ, রেলওয়ে স্টেশন এলাকায় গণসংযোগ শেষে পথসভায় আরও বক্তব্য রাখেন জাগপার ছাত্রলীগ কেন্দ্রীয় সহসভাপতি আসফাকুর রহমান, জামালপুর জাগপার নেতা সফিক মিয়া, তাবিব হাসান, মো. শুভ প্রমুখ। 

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবি নিয়ে দেশব্যাপী গণসংযোগ এবং আগস্ট মাসের ৬ তারিখ খুনি হাসিনাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে জাগপার সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম