Logo
Logo
×

জাতীয়

কায়সার কামালের সহায়তায় আরও ৪৫ জনের চোখের অপারেশন সম্পন্ন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ০২:১৩ এএম

কায়সার কামালের সহায়তায় আরও ৪৫ জনের চোখের অপারেশন সম্পন্ন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চিকিৎসার অভাবে অন্ধত্বের দ্বারপ্রান্তে থাকা এমন অসংখ্য দুস্থ-অসহায় মানুষকে আলো দেখানোর মানবিক উদ্যোগ নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। এরই মধ্যে তিনধাপে ১৩৭ জনের চোখের অপারেশন সম্পন্ন হয়েছে।

বুধবার (৩০ জুলাই) তৃতীয় ধাপে ৪৫ জনের অপারেশন সফলভাবে সম্পন্ন করা হয়। এর মধ্যে ১৯ জন মহিলা এবং ২৬ জন পুরুষ।

জানা যায়, ময়মনসিংহের ড. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালে অপারেশনের মাধ্যমে চোখের আলো ফিরে পাচ্ছেন নেত্রকোণার দুর্গাপুর উপজেলার সাধারণ মানুষ। শুধু অপারেশন নয়, রোগীদের থাকা-খাওয়া, যাতায়াত, ওষুধসহ সব খরচও বহন করছেন ব্যারিস্টার কায়সার কামাল নিজে।

এর আগে গত ২৩ জুলাই ৫০ জনের অপারেশন সম্পন্ন হয়। তারও আগে প্রথম ধাপে ৪২ জন নারী-পুরুষের অপারেশন সম্পন্ন হয়। এই কাজে স্থানীয় বিএনপি'র স্বেচ্ছাসেবীরা বাসযোগে হাসপাতালে পৌঁছে দেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, এ উদ্যোগের অংশ হিসেবে দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের গুজিরকোণা গ্রামে একটি ফ্রি মেডিকেল ও চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। সেখানে চিকিৎসা নিতে আসা ৯৩২ জন রোগীর ছানি অপারেশনের জন্য তালিকা প্রস্তুত করা হয়। ইতোমধ্যে ১৩৭ জনের অপারেশন সম্পন্ন হয়েছে এবং তারা সুস্থভাবে স্বাভাবিক জীবনযাপন করছেন। পর্যায়ক্রমে বাকি রোগীদেরও অপারেশন সম্পন্ন করা হবে। তারও আগে প্রায় ৪০০ এর অধিক মানুষ চোখের আলো ফিরে পেয়েছে কায়সার কামালের সহযোগিতায়।

চিকিৎসা নিতে আসা রোগীদের একজন সালেহা বেগম। ‍তিনি বলেন, আমি গরীব মানুষ। চোখের চিকিৎসা করার সামর্থ্য নাই। ব্যারিস্টার স্যারের সহযোগিতায় বিনা খরচে চিকিৎসা পাচ্ছি।

অপর একজন রোগী বলেন, চোখে না দেখার কারণে কাজও করতে পারি না। অপারেশন করলে ঠিক হবে। এখন সেই স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে কায়সার ভাইয়ের কারণে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম