সংরক্ষিত নারী আসনে নির্বাচন হওয়া উচিত: এনসিপি
শাহবাগ (ঢাকা) সংবাদদাতা
প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ১০:১২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্যদের দলীয় মনোনয়নের পরিবর্তে জনগণের প্রত্যক্ষ ভোটে সরাসরি নির্বাচন হওয়া উচিত বলে মত দিয়েছেন এনসিপির নেতারা। নারীর মর্যাদা রক্ষায় নতুন বন্দোবস্তে এটাই ভালো পন্থা।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) নিজস্ব কার্যালয়ে এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। শুক্রবার বিকালে ‘মর্যাদাপূর্ণ বাংলাদেশ ও নতুন বন্দোবস্তের লক্ষ্যে নারীদের প্রত্যয়’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে বক্তৃতা করেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনীম জারা, যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবিন, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের (ঢাকা মহানগর দক্ষিণ) সাধারণ সম্পাদক শাহিনুর নার্গিস, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের মুখপাত্র আশরেফা খাতুন, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, সদস্য সচিব ডা. জাহিদুল ইসলাম, মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা বুশরা। সেমিনার সঞ্চালনা করেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব দ্যুতি অরণ্য চৌধুরী।
২৪ জুলাই গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতিতে যে পরিবর্তনের সূচনা হয়েছে তারই পরিপ্রেক্ষিতে রাজনীতিতে নারীদের মর্যাদাপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতকরণের বিষয়ে সেমিনারে আলোচনা হয়।
সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, আজকের বাংলাদেশ তৈরি করার যে আন্দোলন তার সবটাতেই এ দেশের নারীরা অংশ নিয়েছে। কিন্তু সিদ্ধান্ত গ্রহণকারী রাজনৈতিক নিউক্লিয়াসের যে অংশটা আছে সেখানে কোনো নারী সদস্য স্থান পায় না।
তাজনূভা জাবিন বলেন, নারীর মর্যাদা রক্ষায় আমাদের রাজনৈতিক মতাদর্শকে এক পাশে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে সমানতালে কাজ করতে হবে।
