Logo
Logo
×

সারাদেশ

রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ না হলে বিপদ আছে: এ্যানি

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ০৫:০৪ পিএম

রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ না হলে বিপদ আছে: এ্যানি

রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ না হলে সবার বিপদ আছে বলে সতর্ক করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। শনিবার (২ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচনি সভায় তিনি এ দাবি করেন।

এ্যানি বলেন, ‘রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ না হয়, তাহলে আমাদের জন্য বিপদ আছে। সবাই আবার অত্যাচারিত হবেন, নির্যাতিত হবেন। আমি-আপনি অত্যাচারিত হওয়া আর সাধারণ মানুষ অত্যাচারিত হওয়া এক নয়। আমার কারণে কেন সাধারণ জনগণ অত্যাচারিত-নির্যাতিত হবেন। আসুন ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের ভীতকে শক্তিশালী করি। নির্বাচন প্রক্রিয়াকে ত্বরান্বিত করি। ’

তিনি আরও বলেন, ‘আমি, আপনি, আপনারা, দেশের মানুষ সবাই জুলাইযোদ্ধা। শাহবাগে কিছুসংখ্যক জুলাইযোদ্ধার মারামারি আমার মনকে ব্যথিত করে। স্বাভাবিকভাবে ফ্যাসিস্ট সেখানে সুযোগ পাবে। সবাই মিলে আন্দোলন করলাম হাসিনার বিরুদ্ধে।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম