Logo
Logo
×

রাজনীতি

ছাত্রদলের সমাবেশে যোগ দিয়েছেন তারেক রহমান

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ০৪:৪৯ পিএম

ছাত্রদলের সমাবেশে যোগ দিয়েছেন তারেক রহমান

ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগে ছাত্রদলের ছাত্র সমাবেশ শুরু হয়েছে। রোববার (৩ আগস্ট) বিকাল ৩টার দিকে শুরু হওয়া এ সমাবেশে ইতোমধ্যেই যোগ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ছাত্রদলের সাবেক নেতারা। 

এর আগে বিকাল ৩টার একটু পর পবিত্র কুরআন তিলাওয়াত ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে এ সমাবেশ শুরু হয়।

ছাত্রদলের এই সমাবেশকে স্মরণকালের সেরা ছাত্র সমাবেশ বলে দাবি করেছেন সংগঠনটির নেতারা। 

আরও পড়ুন
ছাত্রদলের সমাবেশ শুরু

জুলাই অভ্যুত্থানের পর এটাই ছাত্রদলের প্রথম বড় কোনো গণজমায়েত। তবে এবারের সমাবেশে দেখা যাচ্ছে না চিরাচরিত মিছিল, ব্যানার আর ফেস্টুনের ভিড়। সমাবেশ উপলক্ষে নেতা-কর্মীদের উদ্দেশে আগেই ছয় দফা নির্দেশনা দিয়েছে ছাত্রদল। কেন্দ্রীয় নেতৃত্ব সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের কোনো ধরনের ব্যানার, ফেস্টুন বা প্ল্যাকার্ড না আনার নির্দেশ দিয়েছেন।


Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম