Logo
Logo
×

রাজনীতি

দেশে আর কোনো আয়নাঘরের সৃষ্টি হবে না: পিন্টু

Icon

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ০৭:২৫ পিএম

দেশে আর কোনো আয়নাঘরের সৃষ্টি হবে না: পিন্টু

সাবেক উপমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুস সালাম পিন্টু বলেছেন, দেশে আর কোনো ফ্যাসিস্ট সরকারের ঠাঁই হবে না। খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে। আর কোনো আয়নাঘরের সৃষ্টি হবে না।

মঙ্গলবার (৫ আগস্ট) টাঙ্গাইলের ভূঞাপুরে বিএনপির উদ্যোগে জুলাই বিপ্লব দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন। 

জেল জীবনের দুর্বিষহ স্মৃতি তুলে ধরে আবদুস সালাম পিন্টু বলেন, স্বৈরাচারী হাসিনা সরকার জেলখানায় আমাকে মেরেই ফেলেছে। যেটুকু বেঁচে আছি, তা আপনাদের দোয়া ও আশীর্বাদে ।

ভূঞাপুর বাসস্ট্যান্ড মুক্তমঞ্চে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সম্পাদক সেলিমুজ্জামান সেলু, সহ-সভাপতি ফরহাদুল ইসলাম শাপলা, বাজার বণিক সমিতির সভাপতি শাহজাহান কবির লিটন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস, সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম খান প্রমুখ।

এর আগে আবদুস সালাম পিন্টুর নেতৃত্বে একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং জুলাই বিপ্লবে শহীদ পলাশের কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করা হয়।

ঘটনাপ্রবাহ: ফিরে দেখা ৫ আগস্ট


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম