নির্বাচনের সময় ঘোষণাকে স্বাগত এবি পার্টির
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১০:২৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রমজানের আগে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে এবি পার্টি। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির পাশাপাশি দৃশ্যমান বিচার ও জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের দাবি জানিয়েছে দলটি।
মঙ্গলবার রাতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একথা জানান, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ।
মঙ্গলবার (৫ আগস্ট) রাতে অন্তবর্তী সরকারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের সময় ঘোষণা করেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় স্বাগত জানায় বিএনপি ও এবি পার্টি।
প্রধান উপদেষ্টা বলেন, ‘অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের (ইসি) কাছে চিঠি পাঠাব, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন।’
এর আগে ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, ‘জুলাই অভ্যুত্থানের পর আমরা অনেক দূর পথ অতিক্রম করে এসেছি। আমাদের জাতীয় জীবনে শান্তি-শৃঙ্খলা ফিরে এসেছে, অর্থনীতিতে গতিশীলতা এসেছে, সংকট দূর হয়েছে।’
