Logo
Logo
×

রাজনীতি

বৃহত্তর ঐক্যের আহ্বান জাতীয় মুক্তি কাউন্সিলের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১১:৩৫ পিএম

বৃহত্তর ঐক্যের আহ্বান জাতীয় মুক্তি কাউন্সিলের

আওয়ামী ফ্যাসিবাদ-ভারতীয় সাম্রাজ্যবাদ উচ্ছেদ দিবস হিসাবে ৫ আগস্ট পালনের আহ্বান জানিয়ে জাতীয় মুক্তি কাউন্সিল মঙ্গলবার দেশব্যাপী সমাবেশের আয়োজন করে। ঢাকায় এ উপলক্ষ্যে মঙ্গলবার বিকালে পুরানা পল্টন মোড়ে এক  সমাবেশ অনুষ্ঠিত হয়।

জাতীয় মুক্তি কাউন্সিল সম্পাদক ফয়জুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন সজীব রায়, মজিবর রহমান, কাজী ইকবাল, শফি রহমান, মিতু সরকার ও দেলোয়ার হোসেন। সমাবেশ পরিচালনা করেন সৌরভ রায়।

সভাপতির বক্তব্যে ফয়জুল হাকিম বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের শিক্ষা হলো জনগণের হাতে ক্ষমতা আনার পথ জনগণের বৃহত্তর ঐক্য ও প্রতিরোধের পথ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কর্তৃক জুলাই ঘোষণাপত্র উল্লেখ করে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শ্রমজীবী জনগণের বীরত্বপূর্ণ জীবন দান আজও স্বীকৃত হয়নি।

শ্রমিক কৃষক জনগণের গণঅভ্যুত্থানের রাজনৈতিক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, সারা দেশে ১৮ দফা কর্মসূচির ভিত্তিতে কমিটি ও সংগঠন গড়তে হবে। 

সজীব রায় প্রশ্ন করেন, বাংলাদেশ দুই বার তিন বার স্বাধীন হলেও জনগণ মুক্তি পায়নি কেন? জনগণের গণতান্ত্রিক সংগ্রাম জোরদার করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণের মনোজগত থেকে ফ্যাসিস্ট হাসিনা উচ্ছেদ হয়ে গিয়েছিল বলেই জনগণ জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদী শাসন দেশের জমিন থেকে উচ্ছেদ করে দিয়েছে। 

শেষে গণসংগীত পরিবেশন করে মুক্তির মঞ্চের শিল্পীবৃন্দ। সমাবেশ শেষে মিছিল শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম