Logo
Logo
×

অন্যান্য

১২ দলীয় জোটে যুক্ত হচ্ছে নতুন আরেক দল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ০৬:০২ পিএম

১২ দলীয় জোটে যুক্ত হচ্ছে নতুন আরেক দল

১২ দলীয় জোটে যুক্ত হচ্ছে নতুন রাজনৈতিক দল ইউনাইটেড লেবার পার্টি (ইউএলপি)। বুধবার জাতীয় প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে দলটির আত্মপ্রকাশ ঘটেছে। দলটির চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। 

এর আগে, গত ২১ জুলাই জাতীয় গণতান্ত্রিক পার্টিকে (জাগপা) অব্যাহতি দেয় ১২ দলীয় জোট। ফলে জোটে একটি দলের সংখ্যা কমে যায়। ইউএলপি যুক্ত হলে সেই সংখ্যাটি পূর্ণ হবে।

বিভিন্ন সূত্রের দাবি, গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান অংশগ্রহণ করায় ২১ জুলাই দলটিকে (জাগপা) ১২ দলীয় জোট থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপরই লায়ন ফারুক রহমান ও মো. আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বাংলাদেশ লেবার পার্টি থেকে সংগঠনের মহাসচিব মো. আমিনুল ইসলাম বেরিয়ে ইউনাইডেট লেবার পার্টি বা ইউএলপি নামে আলাদা দল গঠন করেছেন। দলটির ভারপ্রাপ্ত মহাসচিব এম কামরুজ্জামান খান।

সূত্র আরও জানায়, নতুন এই দলটি দ্রুতই ১২ দলীয় জোটে যুক্ত হবে। 

আজ ইউএলপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ১২ দলীয় জোটের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। তিনি বলেন, ড. ইউনূস নির্বাচনের যে ঘোষণা দিয়েছেন সেজন্য তাকে ধন্যবাদ জানাই। কিন্তু ষড়যন্ত্র থেমে নেই। আশা করি, দেশের গুরুত্বপূর্ণ বিষয়ের সমাধান হবে। কিছুদিন আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে আমি বলেছিলাম যে, ৪-৫ দিনের মধ্যে সরকার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে। আল্লাহর অশেষ রহমতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ড. ইউনূস সে কথারই বাস্তবায়ন করেছেন। সেজন্য তাকে আবারও ধন্যবাদ। 

সভাপতির বক্তব্যে ইউএলপির চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বলেন, শেখ হাসিনার স্বৈরশাসনের নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি, কিন্তু রাজপথ ছেড়ে যাইনি। হামলার শিকার হয়েছি, জেল খেটেছি তবুও বিএনপি ও ১২ দলীয় জোটের আন্দোলনে সক্রিয় ছিলাম এবং আছি আগামীতেও থাকব- ইনশাআল্লাহ।

তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছিলাম তবে ফ্যাসিবাদ পুরোপুরি দূর হয়নি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীতে একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করা হবে। আমরা ইউএলপি ১২ দলীয় জোটের সঙ্গে থেকে আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখব।

ইউএলপির চেয়ারম্যান মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. হুমায়ূন কবিরের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন-  নয়া গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান মাস্টার এমএ মান্নান, বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব আবু হানিফ, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হোসেন, ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান মুফতি শওকত আমিন, পিএনপির চেয়ারম্যান ফিরোজ মাহমুদ লিটন, ইউএলপির ভারপ্রাপ্ত মহাসচিব কামরুজ্জামান খান, নয়া গণতান্ত্রিক পার্টির মহাসচিব কাজী ইমরুল কায়েস প্রমুখ। 

অনুষ্ঠানে ইউএলপির কেন্দ্রীয় কমিটির নেতাদের মধ্যে চেয়ারম্যান ও মহাসচিবের নাম ঘোষণা করেন প্রধান অতিথি। এ সময় মোনাজাত পরিচালনা করেন ড. গোলাম মহিউদ্দিন ইকরাম।

প্রসঙ্গত, বিএনপির যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ২০২২ সালের ২২ ডিসেম্বর ১২ দলীয় জোটটি গঠিত হয় । তবে বিএনপি আনুষ্ঠানিকভাবে এই জোটের সদস্য নয়। জোটটি স্বৈরাচারবিরোধী আন্দোলন, তত্ত্বাবধায়ক সরকারসহ বিভিন্ন দাবিতে সক্রিয়ভাবে বিএনপির সঙ্গে কাজ করেছে। শেখ হাসিনার সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে রাষ্ট্র সংস্কার ইস্যুতে চলমান সংলাপেও অংশ নিচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম