যারা মতপ্রকাশের স্বাধীনতার কথা বলে, তারাই মব সৃষ্টি করে: শিবির সভাপতি
যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ০৬:৩৮ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, টিএসসিতে বিচারিক হত্যাকাণ্ড হিসেবে হাসিনার আদালতে যে অবিচার হয়েছে সেগুলো তুলে ধরা হয়েছে। এছাড়া গত ১৫ বছরে হাসিনার যত অপকর্ম ছিল তার প্রতীক উপস্থাপন করা হয়েছে। দুর্ভাগ্য হলেও সত্য যে, যারা মতপ্রকাশের স্বাধীনতার কথা বলে মুখে ফেনা তুলে তারাই মব সন্ত্রাস সৃষ্টি করে ছবিগুলো নামিয়ে নিয়েছে। আমরা আমাদের সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছি। যেন কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়।
বৃহস্পতিবার নারায়ণগঞ্জ শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগারে সংবাদিকদের তিনি এসব কথা বলেন। ওই মিলনায়তনে মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন।
তিনি বলেন, ৫ আগস্টের পর থেকে সহ-অবস্থান ও সবার আদর্শ চর্চার সুযোগ হয়েছে। সেখানে আমরা বিচারিক হত্যাকাণ্ডের দলিলগুলো তুলে ধরেছি মাত্র।
শিবির সভাপতি বলেন, জুলাই ঘোষণাপত্রটি সমৃদ্ধ ঘোষণাপত্র হবে বলে আশা করেছিলাম। পুর্ণ আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটায় আমরা আশাহত হয়েছি। বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, মাদ্রাসা, সাংবাদিক, প্রবাসী অ্যাক্টিভিস্টদের কথাগুলো স্থান পায়নি এই ঘোষণাপত্রে। এসব নিয়ে আমরা কিছুটা আশাহত। তবে দাবি জানিয়েছি সরকার যেন বিষয়টি পুনর্বিবেচনা করে।
মহানগর শিবিরের সভাপতি হাফেজ ইসমাইলের সভাপতিত্বে সেক্রেটারি অমিত হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- অফিস সম্পাদক আমজাদ হোসেন, অর্থ সম্পাদক রায়হান বিন রাফিন, শিক্ষা সম্পাদক কামরুল ইসলাম, সমাজসেবা সম্পাদক আল হেলাল, সাহিত্য সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রকাশনা সম্পাদক ওবায়দুর রহমান, ফাউন্ডেশন সম্পাদক আরিফুল ইসলামসহ অনেকে।
নারায়ণগঞ্জের বিভিন্ন স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয় এ অনুষ্ঠানে।
