Logo
Logo
×

রাজনীতি

‘জামায়াতের ৩০০ প্রার্থীর তালিকা চূড়ান্ত, কেন নির্বাচন বিলম্বিত করব’

Icon

পটুয়াখালী জেলা প্রতিনিধি (দক্ষিণ)

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১০:৪৬ পিএম

‘জামায়াতের ৩০০ প্রার্থীর তালিকা চূড়ান্ত, কেন নির্বাচন বিলম্বিত করব’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সেক্রেটারি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি পটুয়াখালী-২ ( বাউফল) আসনের সম্ভাব্য প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, জামায়াতে ইসলাম ইতোমধ্যে ৩০০ আসনেই সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রায় চূড়ান্ত করা হয়েছে। আমরা কেন নির্বাচন বিলম্বিত করবো। আমরা বলেছি সংস্কার ও বিচার এবং লেভেল প্লেয়িং সম্পন্ন না করার আগে নির্বাচন হলে, সে নির্বাচন সুষ্ঠু হবে না। এখনও প্রশাসনসহ সকল সরকারি দপ্তরে ফ্যাসিস্টের সমর্থক ও সহযোগী কর্মকর্তারা বিদ্যমান আছে। 

সোমবার (১১ আগস্ট) দুপুরে মল্লিকা রেস্তোরা সেন্টারে পটুয়াখালীতে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ফ্যাসিস্ট মুক্ত আন্দোলনে সাংবাদিকদের ভূমিকা ছিল যেমন প্রশংসনীয়, তেমনি দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন আবশ্যক। গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনায় জামায়াতে ইসলামী প্রতিবাদ জানিয়েছে। এ ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। 

পটুয়াখালী জেলা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি আব্দুল্লাহ আন নাহিয়ানের সঞ্চালনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজমুল আহসান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ছাত্র শিবির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক আজিজুর রহমান আজিজ, পৌর জামায়াতের আমির আবুল বাশার, সহকারী সেক্রেটারি অধ্যাপক মু. আলমগীর হোসাইন, বাইতুল মাল সম্পাদক মো. নজরুল ইসলাম, জেলা ল ইয়ার্স কাউন্সিলের সেক্রেটারি অ্যাডভোকেট আবু সাঈদ খান শামীমসহ স্থানীয় জামায়াত ও ছাত্র শিবিরের নেতারা।

এর আগে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ,দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি করার লক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন। 

সোমবার (১১ আগস্ট) সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ  ইসলামী ছাত্র শিবির পটুয়াখালী জেলা কমিটির সভাপতি রাকিবুল ইসলামের (নূর) সভাপতিত্বে ও সেক্রেটারি কেএম তামিমের উপস্থাপনায় এসএসসএ ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ  ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম