Logo
Logo
×

রাজনীতি

জনগণ পিআর পদ্ধতি চায় না: পিন্টু

Icon

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৮ পিএম

জনগণ পিআর পদ্ধতি চায় না: পিন্টু

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু বলেছেন, জনগণ প্রার্থীকে ভোট দিতে চায়, পিআর পদ্ধতি চায় না। এ পদ্ধতিতে সংসদ সদস্য কে হবে তা জনগণ জানতে পারে না।

বুধবার বিকালে টাঙ্গাইলের গোপালপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আব্দুস সালাম পিন্টু বলেন, একাত্তরে জনগণ যখন দিকভ্রান্ত কিংকর্তব্যবিমূঢ় শেখ মুজিব কারাগারে আর মওলানা ভাসানী আত্মগোপনে তখন শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে সবাইকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার কথা বলেন।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন প্রিন্সের সভাপতিত্বে গোপালপুর উপজেলা ও পৌর শাখা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে থানা চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল তালুকদার ও পৌর সদস্য সচিব খন্দকার হেলালের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, পৌর বিএনপি সভাপতি খালিদ হাসান উথান, উপজেলা বিএনপি সম্পাদক কাজি লিয়াকত, সিনিয়র সহ সভাপতি আমিনুল ইসলাম, পৌর বিএনপি সম্পাদক মো. চান মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন, সদস্য সচিব বদিউজ্জামান রানা, পৌর আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল হক, উপজেলা মহিলা দলের সভানেত্রী নাজমা পারভীন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা জাসাস আহ্বায়ক শাহনূর আহমেদ সোহাগ, উপজেলা ছাত্রদল সভাপতি রোমান আহমেদ, পৌর ছাত্রদল সভাপতি মো. রোমান, কলেজ শাখা ছাত্রদল সম্পাদক মো. নাইম প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম