ড. সরোয়ার ও আসিফ মাহতাবকে হত্যার হুমকির ঘটনায় হেফাজতের উদ্বেগ
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১১:১৬ পিএম
হেফাজতে ইসলাম বাংলাদেশ
|
ফলো করুন |
|
|---|---|
ড. মোহাম্মদ সরোয়ার হোসেন এবং লেখক আসিফ মাহতাব উৎসকে প্রকাশ্যে হত্যার হুমকির ঘটনায় গভীর উদ্বেগ এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বুধবার (২০ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে তিনি বলেন, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত সমকামী সাফওয়ান চৌধুরী রেবিল কেবল ধর্ম, সমাজ ও রাষ্ট্রবিরোধী অপপ্রচারে জড়িত নয়, বরং প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
হেফাজত মহাসচিব আরও বলেন, ড. মোহাম্মদ সরোয়ার হোসেন একজন স্বনামধন্য গবেষক, লেখক ও শিক্ষাবিদ হিসেবে বাংলাদেশের চিন্তাশীল সমাজে সুপরিচিত। বহু বই ও গবেষণাপত্রের মাধ্যমে তিনি ধর্মীয় চেতনা, জাতীয়তা, ইতিহাস ও সমকালীন রাজনীতির বিশ্লেষণ তুলে ধরেছেন।
অপরদিকে, তরুণ লেখক ও সমাজ বিশ্লেষক আসিফ মাহতাব ইসলামী আদর্শ, সামাজিক মূল্যবোধ, রাষ্ট্রচিন্তা এবং সাংস্কৃতিক আগ্রাসনবিরোধী বাস্তবমুখী দৃষ্টিভঙ্গির জন্য তরুণ প্রজন্মের মাঝে বিশেষভাবে সমাদৃত। তাদের মতো চিন্তাশীল ব্যক্তিত্বের প্রতি প্রাণনাশের হুমকি কেবল ব্যক্তি আক্রমণ নয়, বরং দেশের চিন্তার স্বাধীনতা ও মুক্তচিন্তার ওপরও সরাসরি আঘাত।

