যেন-তেন একটি নির্বাচন মেনে নেওয়া হবে না: তাহের
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ০৯:৫৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, এবার যেন-তেন কোনো নির্বাচন মেনে নেওয়া হবে না। আমরা যে ভোরের আলো দেখছি, সংস্কার না হলে সেই আলো প্রস্ফুটিত হবে না। এই আলো কালো অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) কুমিল্লা নগরীর ফান টাউনে নির্বাচনি দায়িত্বশীল সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ডা. তাহের বলেন, আমরা রাজনৈতিক দলগুলোকে আগেই প্রস্তাব দিয়েছিলাম- আসুন আমরা আন্তঃদলীয় সংলাপ করে একটি সুন্দর পরিকল্পনা তৈরি করি। বিভিন্ন দলের মাঝে যে আস্থার সংকট রয়েছে তা যেন দূর হয়। আমরা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সরকার এবং নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে চাই। একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একটি রূপরেখা দেওয়া হয়েছে।
তিনি বলেন, আমরা বিএনপির বাইরে যতগুলো দল আছে সবাই মিলে একটি সমঝোতার নির্বাচনের চেষ্টা করছি। সেখানে জাতীয় পার্টিকে যুক্ত করা হবে না।
বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, কোনো দল যদি মনে করে তাদের নিশ্চিত বিজয় হবে, তবে বোঝা যায় জেতার জন্য তারা কোনো ম্যাকানিজম করছে যা তাদের জিতিয়ে দেবে। তাদের আর ভোটের প্রয়োজন হবে না। কেউ যদি ভোটের আগে বিজয়ী হতে চায় তাহলে বোঝা যায় তারা ১৪, ১৮ ও ২৪-এর মতো একটি নির্বাচন করার পাঁয়তারা করছে।
কুমিল্লা প্রসঙ্গে ডা. তাহের বলেন, এখানে অনেক সমস্যা রয়েছে। নগরীর যানজট এবং জলাবদ্ধতা মানুষের প্রধান সমস্যা। কুমিল্লা বিভাগ নিয়ে সরকারের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি। এই সরকার থাকতেই যেন কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আমাদের সংস্কার প্রস্তাবেও কুমিল্লা বিভাগ বাস্তবায়নের বিষয়টি রয়েছে। তাছাড়া বিমানবন্দরের বিষয়টি নিয়েও আমরা কাজ করছি। আমরা বিশ্বাস করি কুমিল্লা বিমানবন্দর একটা সময় চালু হবে।
তিনি বলেন, নির্বাচন হওয়ার প্রশ্নে আমরা কোনো শঙ্কা প্রকাশ করছি না। সরকার সিন্সিয়ার হলে সব কিছু ঠিকঠাকভাবে অনুষ্ঠিত হবে। নির্বাচন এ দেশে হতেই হবে। নির্বাচন না হলে দেশের জন্য অনেক সমস্যা হবে। নির্বাচন হওয়ার ক্ষেত্রে যা যা করণীয় সব পদক্ষেপ সরকারকে নিতে হবে। যারা সরকারকে সংস্কার এবং বিভিন্ন কাজে বাধাগ্রস্ত করছে তারাই নির্বাচনের পথে অন্তরায়।
সমাবেশে আরও বক্তব্য রাখেন- কুমিল্লা সদর আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ।
এ সময় উপস্থিত ছিলেন- মহানগর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক একে এমদাদুল হক মামুন, নগর জামায়াতের সেক্রেটারি মো. মাহবুবুর রহমান. সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, মোশারফ হোসাইনসহ মহানগর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা।
