উজিরপুরে রাষ্ট্র কাঠামোর মেরামতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১১:১৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ দুলাল হোসেন।
শনিবার সকাল ১০টার দিকে উপজেলার বড়াকোঠা ইউনিয়নের ডাবেরকুল বাজার থেকে লিফটের বিতরণ শুরু করে ওটরা রাস্তার মাথা, ওটরা বাজার, শোলক ইউনিয়নের ঐতিহ্যবাহী ধামুরা বন্দর, উজিরপুর পৌরসভা, ঢাকা বরিশাল মহাসড়কের ইচলাদী বাস স্ট্যান্ডের জনসাধারণের মধ্যে লিফলেট বিতরণ করেন তিনি। একই সঙ্গে আগামী নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর পক্ষে ধানের শীষ মার্কায় ভোট চান।
এ সময় সাবেক এ ছাত্রনেতার গাড়ি বহরে কয়েকশত নেতাকর্মী মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে লিফলেট বিতরণ করেন।
সাধারণ মানুষের উদ্দেশে দুলাল হোসেন বলেন, আসন্ন নির্বাচনে আপনারা যদি ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে এই দেশের দায়িত্বভার দেন, তাহলে তারেক রহমান এই ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবেন। অতীতের ফ্যাসিবাদীদের মতো এ দেশে অপশাসন, দুর্নীতি ও গুম খুন হবে না।
তিনি বলেন, সবাইকে ঐক্যবদ্ধ থেকে ফেব্রয়ারিতে জাতীয় নির্বাচন সফল করতে হবে। চারদিকে ফ্যাসিস্ট দোসরা ষড়যন্ত্র করে যাচ্ছে। তারেক রহমানের নির্দেশে যেকোনো মূল্যে সব ষড়যন্ত্র মোকাবিলা করে নির্বাচন করতে হবে। তারেক রহমানকে জনগণের প্রধানমন্ত্রী করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে।
