আমরা পিআর নির্বাচনের পক্ষে নই, অবাধ নিরপেক্ষ ভোট হতে হবে: মান্না
বগুড়া ব্যুরো
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ০৯:৪৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমরা পিআর নির্বাচনের পক্ষে নই। কারণ যে দেশগুলোতে পিআর নির্বাচন হয়েছে, সেই দেশগুলো ভালো নেই। আমরা অবাধ নির্বাচন চাই। সুষ্ঠু নির্বাচন চাই। যাতে সাধারণ মানুষ নির্ভয়ে তাদের ভোট দিতে পারেন।
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনি গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
মান্না বলেন, মাত্র ২৫ দিনের আন্দোলনে শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। দেড় হাজার মানুষ তাদের শরীরের তাজা রক্ত রাজপথে ঢেলে শহীদ হয়েছেন। এই আন্দোলন ছিল যার জন্য তা কী হচ্ছে? দেশে এখনও চাঁদাবাজি, দখলবাজি, ছিনতাই, রাহাজানি চলছে। হয়তো কিছু কমেছে। সারা দেশে এসব চলছে, বগুড়াতেও রয়েছে এসব। হাসিনার লুটপাটের ১৫ বছর ধরে করেছে। এখনও জিনিসপত্রে দাম কমেনি। সাধারণ মানুষের নাগালের মধ্যে আসেনি। তাহলে! সংস্কার চলছে। তাই আমাদের অবাধ নির্বাচনের দিকে নজর দিতে হবে।
তিনি আরও বলেন, এখনো পুলিশের ওপর সাধারণ মানুষের বিশ্বাস ফেরেনি। এখনো টাকা ছাড়া মামলা হয় না। কোন কোন অফিসে ঘুস ছাড়া কাজ হয় না। পুলিশের উপরে মানুষের আস্থা ফিরতে হবে। পুলিশের উপর মানুষের আস্থা ফিরলে এদেশে অবাধ নিরপেক্ষ নির্বাচন সম্ভব। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এনজিওর লোক। তিনি দেশ চালাচ্ছেন কিন্তু কাঙ্ক্ষিত কোনো কিছুই হচ্ছে না। আমাদের সকলে মিলে তার পাশে থাকতে হবে। যাতে অবাধ নির্বাচন হয়। সারা দেশে এখন নাগরিক কাজ করছে। বগুড়াতেও চলছে। আমরা নির্বাচনি গণসংযোগ শুরু করেছি। আমাদের এগোতে হবে। নির্বাচনের পথে এগোতে হবে।
নাগরিক ঐক্য বগুড়ার সংগঠক রাজিয়া সুলতানা ইভার সভাপতিত্বে কর্মিসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক তালুকদার সজীব, জেলা শাখার সাইদুর রহমান সাগর, মামুনুর রশিদ, মুকুল হাসান বাবু, আলিফ হোসেন, রাজ বাহাদুর, সুলতান, দুদু, মহিদুল ইসলাম প্রমুখ।
এছাড়া নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বিকালে তার নির্বাচনি এলাকায় বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনি গণসংযোগ করেন। এ সময় দলীয় লোকজন উপস্থিত ছিলেন। এ সময় তিনি আগামী নির্বাচনে নাগরিক ঐক্যর প্রার্থীকে ভোট দিতে সাধারণ মানুষকে আহ্বান জানান।
