Logo
Logo
×

রাজনীতি

ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হয়ে আবার রাষ্ট্রক্ষমতায় যাবে: খোকন

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৭ পিএম

ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হয়ে আবার রাষ্ট্রক্ষমতায় যাবে: খোকন

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, বাংলাদেশে আবার অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনে বিএনপি তথা ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হয়ে আবার রাষ্ট্রক্ষমতায় যাবে। কোনো চক্রান্ত, ষড়যন্ত্র, ভয়ভীতি হুমকি বা অজুহাত দিয়ে এই নির্বাচনকে পণ্ড করা যাবে না।

সোমবার বিকালে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি শেষে তিনি এসব কথা বলেন। নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে বিএনপির চিনিশপুর কার্যালয় প্রাঙ্গণ থেকে এ র‌্যালি বের হয়।

র‌্যালিতে জেলা-উপজেলা বিএনপি, জেলা যুবদল, জেলা ছাত্রদলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

র‌্যালিতে নেতৃত্ব দেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মনোহরদী বেলাবো আসনের সাবেক এমপি সরদার শাখাওয়াত হোসেন বকুল, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জয়নুল আবেদীন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, অ্যাডভোকেট আব্দুল বাছেদ ভূঁইয়া, এমএ জলিল, হারুন অর রশিদ, গোলাম কবির কামাল, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ফেরদৌস আহমেদ খোকন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসেন বিদ্যুৎ প্রমুখ।

আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আরশিনগর এলাকায় গিয়ে শেষ হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম