‘ওয়ান্স এ আওয়ামী লীগ অলওয়েজ আওয়ামী লীগ’, ফজলুর রহমানকে হামিম
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ছাত্রদলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী ও কবি জসীমউদ্দীন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভির বারী হামিম এবার বিএনপি নেতা ফজলুর রহমানের বিষয় কথা বলেছেন। তিনি বলেছেন, ‘ওয়ান্স এ আওয়ামী লীগ অলওয়েজ আওয়ামী লীগ।’
সম্প্রতি এক টকশোতে ফজলুকে নিয়ে ছাত্র দলের ডাকসুর জিএস প্রার্থী এসব কথা বলেন। হামিম বলেন, ওয়ান্স এ আওয়ামী লীগ অলওয়েজ আওয়ামী লীগ। সাবেক ছাত্রলীগ নেতা ফজলুর রহমান আজকে বিএনপিতে এসেছেন, দু-তিনবার দল থেকে এমপিও হয়েছেন, এর আগে তিনি আওয়ামী লীগেরও এমপি ছিলেন। তিনি ৫ আগস্টকে ছোট করেছেন। তিনি বলেছেন- ৫ আগস্ট কালো শক্তি।
ছাত্রদলের এই নেতা বলেন, ওয়ান্স এ আওয়ামী লীগ অলওয়েজ আওয়ামী লীগ। তিনি তার চরিত্রের মাধ্যমে প্রমাণ করেছেন। যত দিন যাচ্ছে তত বোঝা যাচ্ছে।
তিনি বলেন, ফজলুর মতো লোকেরা ৫ আগস্ট, জুলাই গণঅভ্যুত্থানকে ছোট করছেন, হতে পারে তিনি বিএনপির সঙ্গে যুক্ত। আমি বিএনপিকে ধন্যবাদ জানায় যে, তাকে দল থেকে শোকজ করা হয়েছে। আমি আশা করব তাকে যেন বহিষ্কার পর্যন্ত করা হয়।

