Logo
Logo
×

আওয়ামী লীগ

জাসদের সমালোচনায় নানক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ আগস্ট ২০২১, ০৪:০০ পিএম

জাসদের সমালোচনায় নানক

১৪ দলের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সমালোচনা করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।  জাসদের দিকে ইঙ্গিত করে স্বাধীনতা পরবর্তীতে বাংলাদেশে বঙ্গবন্ধুর বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্রের প্রসঙ্গও তুলে ধরেন তিনি। 

বৃহস্পতিবার জাতীয় শোক দিবস উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) সদর দপ্তর ঢাকা কেন্দ্র ও ইআরসির যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে নানক বলেন, দুঃখজনক হলেও সত্য সাড়ে তিন বছরে বঙ্গবন্ধুকে একদিনের জন্যও শান্তিতে থাকতে দেয়নি। মুক্তিযুদ্ধের সময় আমরা যখন বাঙ্কারে যুদ্ধ করছি সেই যুদ্ধকে যারা দুই কুকুরের লড়াই হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন, সেই তারা। 

তিনি বলেন, মুক্তিযোদ্ধারা যখন বঙ্গবন্ধুর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে ব্যস্ত তখন সেই মুক্তিযুদ্ধের শক্তির মধ্যে বিভাজন সৃষ্টি করা হয় বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নামে সিরাজুল আলম খানের নেতৃত্বে। যার মাধ্যমে বাংলাদেশের মানুষের চিন্তাচেতনাকে বিভক্ত করা হয়। মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভক্তি করে গণবাহিনী সৃষ্টি করা হয়েছিল। ইতিহাসের এই দায় এড়ানোর জন্য জাসদের নেতাদের কোনো যুক্তি ধোপে টিকবে না।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করেন নানক। তিনি ফখরুলের ক্ষমতাসীন সরকারকে পতন করার স্বপ্নের নেশা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

১৫ আগস্ট বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পাকিস্তানকে খুশি করার জন্য মিথ্যা জন্মদিন পালনের উৎসব করেন বলেও ক্ষোভ প্রকাশ করেন নানক।

আইইবি’র প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও আইইবি’র সাবেক প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আবদুস সবুর। 

এছাড়াও বক্তব্য দেন- আইইবি’র সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শাহাদৎ হোসেন (শীবলু), আইইবি’র ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নূরুজ্জামান, ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মোল্লা মোহাম্মদ আবুল হোসেন এবং ইআরসি ঢাকার নির্বাহী ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইইবি’র সম্মানী সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. রনক আহসান।

জাসদ আওয়ামী লীগ নানক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম