Logo
Logo
×

আওয়ামী লীগ

পাঁচ শতাংশের মালিককে ডিপোর মালিক বলা বিশাল ভুল: তথ্যমন্ত্রী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ জুন ২০২২, ০৩:২৬ পিএম

পাঁচ শতাংশের মালিককে ডিপোর মালিক বলা বিশাল ভুল: তথ্যমন্ত্রী

‘সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর পাঁচ শতাংশের মালিক আওয়ামী লীগ নেতা মজিবুর রহমানকে পুরো ডিপোর মালিক বানিয়ে দেওয়া বিশাল ভুল এবং কোনোভাবেই সমীচীন নয়’ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বুধবার সচিবালয়ে এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বিএম কনটেইনার ডিপোতে আওয়ামী লীগ নেতা মজিবুর রহমানের মালিকানা মাত্র পাঁচ শতাংশ, আর ৯৫ শতাংশ হচ্ছে অন্যদের। সেখানে প্রায় ৬০ শতাংশ নেদারল্যান্ডের, মুজিবুর রহমানের মাত্র ৫ শতাংশ এবং বাকিটা আরেকজনের। এই ৫ শতাংশ মালিকানার সূত্র ধরে মুজিবুর রহমানকে ডিপোর মালিক বানিয়ে দেওয়া বিশাল ভুল।’ 

হাছান বলেন, ‘এক্ষেত্রে প্রথম ভুলটা হয়েছে গণমাধ্যমে, যারা এই ভুলভাবে জিনিসটাকে উপস্থাপন করেছিল তাদের। সেটির সূত্র ধরে বিএনপি মিথ্যাচার করা শুরু করেছে। সাংবাদিকরা মিসলিডিং প্রশ্ন করলে অনেক সময় সমাজ ভুল তথ্য পায়। আর যে সমস্ত রাজনৈতিক দল গুজব আর মিথ্যাচারের ওপর ভর করে রাজনীতি করে, তারাও সুযোগ পায়। সুতরাং মাত্র ৫ শতাংশের মালিককে প্রতিষ্ঠানের মালিক দেখানো কোনোভাবেই সমীচীন হয়নি।’

প্রসঙ্গত, গত ৪ জুন দিবাগত রাত সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ডের কেশবপুর এলাকায় বিএম কন্টেইনার ডিপোতে একটি কনটেইনারে আগুনের সূত্রপাত হয়। রাত পৌনে ১১টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। দমকল বাহিনী, সেনাবাহিনী, স্বেচ্ছাসেবীসহ বহু মানুষের প্রচেষ্টায় ৮৬ ঘণ্টা পর আগুন নিভে। স্মরণকালের ভয়াবহ এই বিস্ফোরণে বুধবার (৮ জুন) দুপুর পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে। বহু আহত হয়েছেন। আহতদের মধ্যে ৯০ জন এখনো চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এ ছাড়া ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আরও ১৪ জন ভর্তি আছেন।

এদিকে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনার পরই সংবাদমাধ্যমে খবর আসে, যে ডিপোতে আগুন লেগেছে- সেই বিএম কনটেইনার ডিপো চট্টগ্রামভিত্তিক প্রতিষ্ঠান স্মার্ট গ্রুপের মালিকানাধীন। স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিএম এবং কনটেইনার ডিপোর পরিচালক মজিবুর রহমান। তিনি চট্টগ্রাম জেলা দক্ষিণ আ.লীগের কোষাধ্যক্ষ।

পাঁচ শতাংশ মালিক বিএম কনটেইনার ডিপো বিশাল ভুল তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম