দেশে প্রথম রেডিয়াল প্রযুক্তির টায়ার ‘ডাবল হর্স’ বাজারে আনল যমুনা গ্রুপ

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৮ মে ২০২৫, ০৫:৫২ পিএম

কেক কাটার মধ্য দিয়ে যমুনা গ্রুপের নতুন ব্র্যান্ড ‘ডাবল হর্স রেডিয়াল টায়ারের’ আনুষ্ঠানিক যাত্রা। ছবি: যুগান্তর
বাংলাদেশে প্রথমবারের মতো উন্নত প্রযুক্তিতে তৈরি রেডিয়াল টায়ার বাজারজাত করেছে শিল্প খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান যমুনা গ্রুপ।
রোববার (১৮ মে) দোয়া ও মোনাজাত এবং কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে টায়ার উৎপাদন ও বিপণন শাখা যমুনা টায়ার অ্যান্ড রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নতুন ব্র্যান্ড ‘ডাবল হর্স রেডিয়াল টায়ার’।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম, গ্রুপ পরিচালক মনিকা নাজনীন ইসলাম, এসএম আবদুল ওয়াদুদ এবং যমুনা টায়ার অ্যান্ড রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক ও সিইও ইয়াসিন ইসলাম নাজেল।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টায়ার ডিরেক্টর তরুণ চন্দ্র রাজবংশী, যমুনা গ্রুপের বিভিন্ন শাখা ও বিভাগের শীর্ষ কর্মকর্তা এবং দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার।
অনুষ্ঠানে জানানো হয়, ‘ডাবল হর্স রেডিয়াল টায়ার’-এর প্রথম ইনভয়েস ইস্যু করা হয় নাটোর জেলার মেসার্স রাফা টায়ার হাউসের নামে। সেখানে সরবরাহ করা হয় ডাবল হর্স ব্র্যান্ডের মোট ৬০টি রেডিয়াল টায়ার। এর মধ্যে ছিল ১০.০০ আর ২০ এবং ১১.০০ আর ২০ সাইজের টায়ার। এর মাধ্যমে বাংলাদেশের সড়ক পরিবহণ খাতে দেশীয় পণ্যের এক নতুন সম্ভাবনার দ্বার খুলল।
টায়ার অ্যান্ড রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্মকর্তারা জানান, ‘ডাবল হর্স রেডিয়াল টায়ার’ শুধুমাত্র মানসম্পন্ন পণ্য নয়, এটি বাংলাদেশের শিল্পায়ন ও স্বনির্ভরতার প্রতীক। আন্তর্জাতিক মান বজায় রেখে স্থানীয় বাজারে প্রতিযোগিতামূলক দামে টায়ার সরবরাহই তাদের প্রধান লক্ষ্য। তারা বলেন, রেডিয়াল টায়ারের প্রযুক্তি প্রথমবার আমরাই এনেছি— এখন থেকে এটি দেশেই উৎপাদিত হচ্ছে।
যমুনা গ্রুপের চেয়ারম্যান সালমা ইসলাম বলেন, ‘আমরা বরাবরই দেশের মানুষের প্রয়োজন ও দেশের অর্থনীতির উন্নয়নের কথা মাথায় রেখে শিল্প গড়েছি। ডাবল হর্স রেডিয়াল টায়ার তারই একটি নতুন অধ্যায়।’
এই টায়ার বাজারজাতকরণের ফলে দেশে রেডিয়াল টায়ারের আমদানিনির্ভরতা কমবে এবং সাশ্রয়ী দামে মানসম্পন্ন টায়ার পাবে দেশীয় পরিবহণ খাত। একইসঙ্গে বাড়বে দেশীয় শিল্পে কর্মসংস্থান ও বিনিয়োগ।