ব্রাহ্মণবাড়িয়ায় কবি আল মাহমুদের স্মরণোৎসব

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২৯ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদের উদ্যোগে নিয়াজ মুহাম্মদ উচ্চবিদ্যালয় মাঠে তিন দিনব্যাপী সোনালী কাবিনের কবি আল মাহমুদের স্মরণোৎসবের আয়োজন করা হয়। সোমবার বিকালে স্মরণোৎসবের সমাপনী দিনে প্রখ্যাত প্রাবন্ধিক, গবেষক ও বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে ‘সোনালী কাবিন পদক’ প্রদান করা হয়েছে।
পরিষদের সভাপতি মো. ইব্রাহিম খান সাদতের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পরিষদের প্রধান উপদেষ্টা হাফিজুর রহমান মোল্লা কচি। মূল প্রবন্ধ পাঠ করেন কবি আল মাহমুদের ঘনিষ্ঠ সহচর ৯০ দশকের কবি, বিশিষ্ট গবেষক, আল মাহমুদ একাডেমির পরিচালক অধ্যাপক মহিবুর রহিম। বিশেষ অতিথি ছিলেন কবি জয়দুল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, কবি ও গবেষক মো. নিজাম উদ্দিন, মোবারক হোসেন আখন্দ।
যে কয়জন কালজয়ী প্রতিভা ব্রাহ্মণবাড়িয়ার সুনাম-সুখ্যাতি বাড়িয়েছেন কবি আল মাহমুদ তাদের অন্যতম। তিনি একাধারে একজন কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্পকার শিশুসাহিত্যিক এবং সাংবাদিক ছিলেন। কবি আল মাহমুদকে স্বাধীনতা পদকসহ কবির নামে রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানে কবির নামকরণের দাবি জানিয়েছে বিভিন্ন পেশাজীবী সংগঠন।